nandigram, mamta banerjee, নন্দীগ্রাম, অস্ত্র কারখানা নন্দীগ্রামে
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশে বিধানসভা নির্বাচনের আগেই হাওয়া গরম নন্দীগ্রামে। নন্দীগ্রামে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সংবাদের শিরোনামে পাতায় উঠেছে নন্দীগ্রাম।

নন্দীগ্রামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে মিলল অস্ত্র কারখানার হদিশ। পুলিশ সূত্রে খবর, নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের স্থানীয় বাসিন্দা শেখ হাকিম। তার বাড়ির ভিতরে তৈরি হচ্ছিল অস্ত্র। হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক বন্দুকের নল এবং বন্দুক তৈরি যন্ত্রাংশ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, গতকাল সকাল ১১ টা নাগাদ হাকিমের বাড়িতে হাজির হয় নন্দীগ্রাম থানার পুলিশ বাহিনী। হাকিমের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক বন্দুকের নল এবং বন্দুক তৈরি যন্ত্রাংশ। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় বছর চল্লিশের হাকিমকে এবং আটক করা হয় তার স্ত্রীকেও। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, “এই ঘটনায় কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আরো একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।”

সাদামাটা মাটির ঘর দেখে মনে হয় নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু বাড়ির ভিতরে গোপনে চলছে অস্ত্র তৈরির কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি জমি আন্দোলনের সময় বাম সমর্থক হিসেবে পরিচিত ছিলেন তিনি। তখন বাম আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। জমি আন্দোলনের পরবর্তী পর্যায়ে বহুদিন গ্রাম ছেড়ে ছিলেন তিনি।

পরবর্তীতে হাকিম গ্রামে ফিরে আসেন এবং সে নিজেকে গুনিন বলে পরিচয় দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি এখন কোনও দলের সঙ্গে যুক্ত নন। তবে তার বাড়িতে স্থানীয় বাসিন্দারা ঢুকতে পারেন না। আসলে তিনি ঢুকতে দিতেন না। বেশ কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দারা খেয়াল করেছেন। হাকিমের বাড়িতে বহিরাগত মানুষের আনাগোনা বেড়েছে।

হাকিমের বাড়ি থেকে একটু দূরে বাস স্থানীয় তৃণমূল নেতা তথা কেন্দামারি পঞ্চায়েতের সদস্য শেখ শাহাবুদ্দিন এবং বর্তমানে তার স্ত্রী কেন্দামারি পঞ্চায়েতের প্রধানের। গ্রামবাসীরা হাকিমের বাড়িতে বহিরাগত মানুষের আনাগোনা বেড়েছে বলে শেখ শাহাবুদ্দিন কে জানান। শাহাবুদ্দিন জানিয়েছেন, “বেশ কয়েকদিন ধরেই এলাকাবাসী তাকে জানিয়েছিল বহিরাগতদের আনাগোনা বেড়েছে হাকিমের বাড়িতে। সন্দেহ হওয়ায় আমি পুলিশকে জানায়। পুলিশ হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র কারখানার হদিস পায়। স্থানীয়দের তৎপরতায় পুলিশকে সাহায্য করতে পেরেছি আমরা।” এমনটাই জানান তৃণমূলের নেতা শেখ শাহাবুদ্দিন।