weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি কবে? | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ শীত যেতে না যেতেই বঙ্গে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ  এর মধ্যে বঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে গরম। ইতিমধ্যে তাপমাত্রার পারদ পৌঁছেছে ৩৪ এর ঘরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আবহাওয়া এরকমই থাকবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনের মধ্যে কোন বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ শনিবার গোটা রাজ্যের আকাশ জুড়ে ঝলমলে মেঘের আবরণ ভেসে বেড়াচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন ঘটবে না। সকালের দিকে বেশ ঠান্ডা অনুভব করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভব করছে বাংলার মানুষ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ কলকাতার (Kolkata Weather) আবহাওয়াঃ

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৮ শতাংশ।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ

আলিপুর আওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে বৃষ্টির কোন পূর্বাভাস নেই দক্ষিনবঙ্গে। আগামী ৫ থেকে ৬ দিন রাজ্যে এমনই আবহাওয়া বিরাজ করবে। তবে আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে পৌঁছাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত তাপপ্রবাহ নিয়ে তেমন কোনো সর্তকতা জারি নেই বঙ্গে।

দক্ষিণবঙ্গ মত উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে শুষ্ক এবং আগামী ১০ দিনের মধ্যে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।