করোনা ভাইরাস, নতুন প্রজাতি, বাংলা, বিধানসভা ভোট,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভারতের মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লী এবং পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে করোনার প্রকোপে। এরই মধ্যে করোনার নতুন প্রজাতি একেবারে ভয়ঙ্কর রূপ নিয়ে দেখা দিয়েছে বাংলায়।

এই ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের জনসভা এবং র‍্যালি ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা থেকেও মারাত্মক আকার নিচ্ছে করোনা অতিমারি। সাধারণ মানুষের নিউ নর্মালের জেরে একেবারে থাবা বসাচ্ছে করোনা ভাইরাস।

বর্তমানে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে করোনার ” ডবল মিউট্যান্ট ” চিন্তার কারণ হয়ে দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে করোনার এই নতুন প্রজাতি আগের থেকে বেশী ভয়ানক এবং মারাত্মক। গবেষকদের গবেষনায় জানা যাচ্ছে যে, করোনার যেসব মিউট্যান্ট প্রজাতির এখনও অবধি দেখা পাওয়া গেছে সেগুলি মূলত  E484Q এবং L452R এই দুই প্রজাতির মিলিত রূপে তৈরি তৃতীয় প্রজাতি দ্বারা ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছে।

এরই মধ্যে গবেষকদের গবেষণার ফলে উঠে আসা নতুন তথ্যের মধ্যে জানা যাচ্ছে যে, নতুন যে ১ লক্ষ ৪০ হাজার নমুনা সংগ্রহ করা হচ্ছে তার মধ্যে দিল্লীতে টেস্ট রিপোর্ট এসেছে তাতে পাওয়া যাচ্ছে ইউকে প্রজাতির খোঁজ এবং পাঞ্জাবে পাওয়া গেছে ইউকে  প্রজাতির খোঁজ।

এছাড়াও ১৮ থেকে ১৯ টি রাজ্যে যেসব নমুনা সংগ্রহ হয়েছে তার বেশীটাই বিলিতি প্রজাতির। আমাদের বাংলায় ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার প্রজাতির কম দেখা মিলেছে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।