পশ্চিমবঙ্গ ডেস্কঃ বাংলা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার বিধানসভার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলে ভিড় করেছে বাংলার তারকারা।
বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভা ভোট কে ঘিরে উত্তপ্ত বাংলা। খবরে চোখ রাখলেই দেখা যায় অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে অথবা মারদাঙ্গা, বোমাবাজি, বিস্ফোরণ এর খবর। এর মধ্য দিয়েই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এলো।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ তার ভক্তদের। জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর সম্পত্তির পরিমাণ হলফনামায় জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এছাড়াও হলফনামা জমা দেওয়ার সময় তার কাছে রয়েছে নগদ ১ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের নির্বাচন বিধিভঙ্গের জন্য বন্ধ হল মহিলাদের জন্য চালু হওয়া বিশেষ প্রকল্প
নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর এইচডিএফসি ব্যাংকে ২ টি ব্যাংক একাউন্ট মিলিয়ে মোট ১ কোটি ১১ লক্ষ ১১ হাজার ৫৫১ টাকা রয়েছে। একটি একাউন্টে রয়েছে ১ কোটি ১০ লক্ষ ৬১ হাজার ৫৫১ টাকা এবং অপরটিতে রয়েছে ৫০ হাজার টাকা। হলফনামার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ১০ লক্ষ টাকার জীবন বীমা রয়েছে অভিনেত্রীর নামে এবং ৭ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে তার। ব্যাংকের স্থায়ী আমানত, মিউচুয়াল ফান্ড ও জীবনবীমা সবমিলিয়ে মোট ১ কোটি ২৮ লক্ষ ১১ হাজার ৫৫১ টাকা বিনিয়োগ করেছেন অভিনেত্রী।
হলফনামা রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নামে দুটি গাড়ি রয়েছে। জানা গিয়েছে তিনি গাড়ির প্রতি খুবই আকৃষ্ট। তার কাছে একটি অডি রয়েছে যার মডেল নাম্বার অডি কিউ ৭ যার মূল্য ৫৩ লক্ষ ২১ হাজার ১৬৮ টাকা। অপর গাড়িটি হলো মারুটি বেলেরো যার মূল্য ৭ লক্ষ ৮৬ হাজার ২৫০ টাকা। গাড়ি দুটি তার নামে ২০১৯ সালে কেনা হয়েছিল।
আরও পড়ুনঃ ভোটে জিতলেই সারদার টাকা ফেরৎ, জানাল শুভেন্দু অধিকারী
শ্রাবন্তীর একটি চাষের জমি রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা লেদার কমপ্লেক্স-এ ২০১৭ সালে একটি ৬ বিঘা ১০ কাঠা চাষের জমি কেনেন। যার বর্তমান বাজারদর ৮ লক্ষ টাকা। এছাড়া অভিনেত্রীর নামে বেহালাতে দুটি ফ্লাট রয়েছে। একটি ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য ৪০ লক্ষ্য টাকা ও আরেকটি ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা। দুটি ফ্ল্যাট এর মোট দাম ১ কোটি ৮৮ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট ২ কোটি ৫৩ লক্ষ ৬৬ হাজার ৯৩৯ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে অভিনেত্রীর।
অভিনেত্রীর গয়না গাটির সমাহারও কম নয়। সোনা, হিরে, প্লাটিনাম সবরকম গয়নার সমাহার রয়েছে তার কাছে। হলফনামা রিপোর্ট অনুযায়ী, তার কাছে রয়েছে ২০ লক্ষ ১২ হাজার ৪৫০ টাকার হিরে এবং ১২ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকার প্লাটিনামের গয়না রয়েছে তার। এছাড়াও সোনার গয়না রয়েছে ২৯ লক্ষ্য ৭২ হাজার ২০০ টাকার। গয়নাগাটি এর বাইরে তার কাছে রয়েছে একটি ১ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকার একটি হাত ঘড়ি।
হলফনামা রিপোর্ট অনুযায়ী তার নামে একটি মাত্র ঋণ রয়েছে ব্যাংকে। অভিনেত্রী ব্যাংকে ৩৮ লক্ষ ১২ হাজার ৪৫৬ টাকা ঋণ রয়েছেন। জানা গিয়েছে, তিনি একটি গাড়ির জন্য ঋণ নিয়েছিলেন।