পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নন্দীগ্রাম কাণ্ডে সিবিআই তদন্তের ওপর নিষেধাজ্ঞা জারি করল শীর্ষ আদালত। নন্দীগ্রাম কাণ্ডের রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, ইচ্ছে করলেই আবেদনকারীরা হাইকোর্টে যেতে পারেন। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের বিচারপতি এস এ বোবদে এর নেতৃত্বে থাকা তিন বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানির রিপোর্টে মত দেন।
বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। এই নির্বাচন ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ একেবারে কুরুক্ষেত্রের রূপ নেয়। বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় ভোট ছিল রাজ্যের সবচেয়ে স্পর্শ কাতর জেলা নন্দীগ্রামে। সেখানে গত ১০ই মার্চ মনোনয়ন জমা দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে নির্বাচনী প্রচারে গিয়ে গুরুতর চোট পান তৃণমূল সুপ্রিমো। এই সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন যে, তাঁকে ষড়যন্ত্র করে চোট দেন বিজেপির গুণ্ডারা। তাঁর মতে চার পাঁচ জন অজ্ঞাত পরিচয় ব্যাক্তি ভিড়ের মধ্যে থেকে তাঁকে ইচ্ছে করে ধাক্কা মারে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি রাজনৈতিক সংঘাত চরমে ওঠে। এটা নিছক দুর্ঘটনা না ষড়যন্ত্র তা নিয়ে সাংঘাতিক রাজনৈতিক তরজাও শুরু হয়ে যায়।
এরপরই সুপ্রিমকোর্টে এই মর্মে মামলা দাখিল হয়। মামলাকারিরা এই ঘটনায় স্বচ্ছ এবং স্বাধীন বিচারের দাবিতে সিবিআই তদন্তের দাবী করেন। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের বিচারপতি এস এ বোবদে এর নেতৃত্বে থাকা তিন বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানির রিপোর্টে মত দেন এবং সিবিআই তদন্ত খারিজ করে দেন।
প্রধান বিচারপতি মামলাকারীদের উদ্দেশ্যে বলেন যে, “আপনারা কোলকাতা হাইকোর্টে যান।” যদিও এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।