নিজস্ব সংবাদ্দাতাঃ- বিগত কয়েকদিন কুয়াশার দাপটে আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং বাংলা থেকে প্রায় শীত উধাও বললেই চলে। রাজ্যের মানুষ কবে থেকে শীতের আমেজ পেতে পারে তা নিয়ে মুখ খুললেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, অতিরিক্ত কুয়াশার কারণে বাংলায় শীতের প্রভাব কম পড়ছে। কুয়াশার দাপট কমলেই নেমে আসবে পারদ।
বাংলার আকাশ থেকে প্রায় সিংহভাগই সরে গিয়েছে কুয়াশার দাপট। বাতাসে কুয়াশা এবং জলীয় বাষ্পের পরিমাণ নেই বললেই চলে। শীতের আমেজ সকালবেলায় মোটামুটি বোঝা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে বঙ্গে প্রবেশ করবে উত্তরের হাওয়া, পড়বে জাঁকিয়ে শীত।

উত্তরের হাওয়া বাংলায় প্রবেশ করতে প্রায় ডিসেম্বরের অর্ধেক সময় নিয়ে নিচ্ছে, যার কারণে অনেকে ভাবছেন শীতের আগমন দেরি করে ঘটায় শীতের আমেজ হয়তো বেশি দিন নিতে পারবেন না। কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের আগমন দেরি করে ঘটলেও এই শীত দীর্ঘস্থায়ী হবে এবং শীতের আমেজটা বেশ হাড়ে হাড়ে টের পাওয়া যাবে।
শীত প্রিয় মানুষদের জন্য খুশির বার্তা দিল আবহাওয়া দপ্তর। বিগত কয়েক দিন বাংলার বেশ কিছু অঞ্চল কুয়াশাচ্ছন্ন। শুক্রবার কুয়াশা কেটে গেলেই শীতের আগমন ঘটবে বলে জানালেন আবহাওয়াবিদরা। কনকনে ঠান্ডায় পিঠেপুলি খাওয়ার মজাই আলাদা।বঙ্গে ঠান্ডা ফিরলেই পিঠে-পুলি পায়েস খাওয়ার তোড়জোড় বাড়বে এবং শীতকালীন ব্যবসায়ীদের কাছে ভালো সুযোগ আসবে।
গতকালের তুলনায় আজ আবহাওয়ার মোটামুটি পরিবর্তন ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে 50 শতাংশ।