পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আইপিএল ২০২২ এর নিলাম চলাকালীন অজ্ঞান হয়ে পড়ে গেলেন সঞ্চালক হিউ এডমিডিএস। তার অজ্ঞান হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে দ্রুত মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা করেছে আইপিএল কমিটি।
https://twitter.com/Crickiology__/status/1492421557381124099
শ্রীলঙ্কান প্লেয়ার হাসারাঙ্গা এর নিলাম চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। নিলাম চলাকালীন হঠাৎই তিনি স্টেজ সমেত সামনের দিকে মাটিতে লুটিয়ে পড়ে যান। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আইপিএল নিলামে বিরতি নেওয়া হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ দুপুর দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ এই ঘটনাটি সরাসরি ক্রিকেটপ্রেমীরা টিভিতে দেখতে পান। সঞ্চালক হিউ এডমিডিএসকে মাটিতে লুটিয়ে পড়তে থেকে দেখে অবাক হয়ে পড়েন সবাই।
ইতিমধ্যেই এই ঘটনাটি ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে তার স্বাস্থ্যের জন্য সবাই আরোগ্য কামনা করছেন।
https://twitter.com/KananShah_/status/1492420557903581186
তবে বিসিসিআই সূত্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে যে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর সঞ্চালক হিউ এডমিডিএস এখন আগের থেকে অনেক ভাল অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানা গিয়েছে বিসিসিআই সূত্রে।