viral news, বাজপাখি, বাচ্চা শিশুকে, শিকার করে উড়িয়ে নিয়ে গেল বাজপাখি
বাচ্চা শিশুকে, শিকার করে উড়িয়ে নিয়ে গেল বাজপাখি | দেখুন ভাইরাল ভিডিও | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক ভাইরাল ভিডিও আমাদের সামনে উঠে আসে। তবে এমন কিছু ভাইরাল ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে থাকা ঘটনাগুলি আমাদেরকে হতবাক করে তোলে। সাম্প্রতি  একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঐ ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা শিশুকে ছো মেরে উড়িয়ে নিয়ে যাচ্ছে বাজপাখি।

বাজপাখি সাধারণত শিকার করার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আপনারা হয়ত বিভিন্ন টিভি শো বা সংবাদের চ্যানেলগুলিতে বাজপাখির শিকারের ভিডিও দেখেছেন। বাজপাখি সাধারণত শিকার ধরার জন্য আকাশের বহু উচ্চতা থেকে নিজের লক্ষ্যকে নিশানায় নিয়ে মাটির দিকে দ্রুতগতিতে নেমে আসে। তবে বাজপাখি বেশিরভাগ ক্ষেত্রেই মাটিতে পড়ে থাকা মৃত জীবজন্তু বা জানোয়ারদের উপর শিকার করে থাকে। বাজপাখি ৬ কেজি ওজনের শিকারকেও নিজের আয়ত্তে আনতে সক্ষম। তবে ইতিমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে বাজপাখি একটি বাচ্চা শিশুকে শিকার করছে। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

সদ্য ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তার ছোট্ট শিশুকে নিয়ে পার্কে খেলা করছেন। তবে বাচ্চাটিকে রেখে ওই ব্যক্তি একটু অন্যমনস্ক হয়ে যাওয়ায় ঘটে বড় দুর্ঘটনা। সেই মুহূর্তে একটি বাজপাখি আকাশ থেকে দ্রুতগতিতে নেমে এসে বাচ্চা শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তি তার বাচ্চার দিকে তাকাতেই হতবাক হয়ে পড়েন।

 

View this post on Instagram

 

A post shared by طبیعت (@nature27_12)

তিনি দেখতে পান তার বাচ্চাটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে একটি বাজপাখি। তৎক্ষণাৎ তিনি আর কোনও চিন্তাভাবনা না করে বাচ্চাটিকে বাঁচানোর জন্য বাজ পাখির পিছু নেন। তারপর দেখা যায় বাজপাখি শিশুটিকে ফেলে দিয়ে উড়ে যায়। হাড় হিম করা এই ভিডিওটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।