ওয়েব ডেস্কঃ- বিশ্বজুড়ে নতুন করনা স্ট্রেন এর সংক্রমণ বাড়ছে। ব্রিটেন (Britain) থেকে ভারত (India) ফেরত যাত্রীদের মধ্যে ২০ জনের শরীরে পাওয়া গেছে করোনার নতুন স্ট্রেন। আর সেই কারণেই ব্রিটেন থেকে বিমান চলাচলের নিষেধাজ্ঞা বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। শুধু ভারত নয়, ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও হদিস মিলেছে করোনার নতুন স্ট্রেনের।
আজ ৩০ শে ডিসেম্বর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) জানিয়েছেন, ভারত থেকে ব্রিটেন ও ব্রিটেন থেকে ভারতের বিমান চলাচল আরো কিছু দিনের জন্য বন্ধ রাখা হবে। ৩১ শে ডিসেম্বর পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল সেটা পরিবর্তন করে ২০২১ সালের ৭ জানুয়ারি ঘোষণা করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। তিনি জানান ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। আরো জানান যে ৭ জানুয়ারির পর কঠোরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে নয়া পরিষেবা চালু করা হবে। এই বিষয়ে বিশদ শীঘ্রই ঘোষণা করা হবে।
করোনাভাইরাস এর নতুন স্ট্রেনের হদিস মেলে ব্রিটেনে। করোনার নতুন স্ট্রেন বিশ্বব্যাপী মানুষের মনে ব্যাপক আতঙ্ক ছড়াচ্ছে। বিশ্বের বেশিরভাগ দেশ এই নয়া স্ট্রেন থেকে সংক্রমণ রোধে ব্রিটেন থেকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। ভারত ও ব্রিটেন এর মধ্যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা ডিসেম্বর মাস পর্যন্ত নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু সেটা সাময়িক পরিস্থিতিতে বদল করে ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।
এই নতুন প্রজাতির করোনাভাইরাসের হদিস মেলে ইংল্যান্ডে। পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায় নয়া প্রজাতির করোনাভাইরাস আগের তুলনায় ৭০ গুণ বেশি সংক্রামক। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড ও লন্ডনের সরকার লকডাউন জারি করেছে। ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কড়া লকডাউন জারি থাকবে।
ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মঙ্গলবার জানিয়েছে, যে সমস্ত আন্তর্জাতিক যাত্রী গত ১৪ দিনের মধ্যে ভারতে এসেছে ৯ ডিসেম্বর থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত। তাদের শরীরে যদি কোন প্রকার করোনা ভাইরাসের উৎসর্গ থেকে থাকে অথবা করোনাভাইরাস পজিটিভ হয়। তবে তাদের শীঘ্রই জিনোম সিকোয়েন্সিং করতে হবে।