মমতা বন্দ্যোপাধ্যায়, দুয়ারে রেশন
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এই বারের বিধানসভা ভোট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল বিজেপির ঘাত- প্রতিঘাত, সংঘর্ষ এবং প্রতিশ্রুতির শেষে তৃতীয় বারের জন্য জিতে মন্ত্রীসভা গঠন করে তৃণমূল সরকার। ফের তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রিত্ব পেয়েই একের পর এক প্রতিশ্রুতি দেওয়া কাজ বাস্তবে রুপায়ন করতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি শুরু করলেন “দুয়ারে রেশন” প্রকল্পে নিয়োগ প্রক্রিয়া।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই মর্মে বিভিন্ন জেলা শাসকের কাছে নির্দেশও চলে গিয়েছে ইতিমধ্যে। বর্তমানে রাজ্যে করোনা ভাইরাসের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ছে। এমত অবস্থায় নিজের ভাইকে হারিয়েও কর্তব্যে অবিচল থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে মমতা সরকারের সবচেয়ে বড় কর্মসূচী হল ” দুয়ারে রেশন” প্রক্রিয়াকে ফলপ্রসূ করা। এই মর্মে বিভিন্ন জেলা শাসকের কাছে নির্দেশ পৌঁছে গেছে। সূত্রের খবর অনুযায়ী এই প্রকল্পে নিয়োগ করা হবে ভিলেজ রিসোর্স পারসনদের। এই নির্দেশে বলা হয়েছে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০ জনের একটি দল তৈরি করতে হবে।

সেই দলে থাকবেন ভিলেজ রিসোর্স পারসনরা। তাঁরাই দুয়ারে রেশন প্রকল্পের সমস্ত কাজ করবেন। অর্থাৎ নাম নথিভুক্তিকরণ থেকে দুয়ারে পৌঁছে দেওয়া অবধি। এই মর্মে তারা দিন পিছু পাবেন ৩৮৬ টাকা করে। এছাড়াও করোনা চেন ভাঙতে যে লক ডাউনের ব্যবস্থা হয়েছে রাজ্যে সেক্ষেত্রে রেশনের জন্য লাইন পড়ছে জেলায়। এমত অবস্থায় দুয়ারে রেশন প্রকল্প চালু হলে সেই লাইন আটকানো যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আগামী জুন মাস থেকে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প।