পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার ও কীটনাশক এর দাম দিন দিন আকাশ ছুঁয়েছে আন্তর্জাতিক বাজারে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ফলে ভারতেও দাম বেড়েছে সার ও কীটনাশকের। দাম বৃদ্ধির ফলে গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন।
গতকালের সেই বৈঠকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পেলেও দেশের কৃষকরা পুরনো দামেই সার ও কীটনাশক কিনবেন। সার ও কীটনাশক এর উপর কেন্দ্র সরকার ভর্তুকি দিত ৬০ থেকে ৭০ শতাংশ। তবে গতকালের ওই উচ্চ পর্যায়ের বৈঠকে ১৪০ শতাংশ ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, গতবছর ডিএপি-র একটি ব্যাগ এর মূল্য ১৭০০ টাকা ছিল। তবে কেন্দ্র সরকার সেখানে ৫০০ টাকা করে ভর্তুকি দেওয়ায় কৃষকরা সেই ব্যাগ কিনতে পারতেন ১২০০ টাকায়। কিন্তু আন্তর্জাতিক বাজারে সার ও কীটনাশক এর দাম বাড়ায়। এখন ডিএপি-র দাম প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ বেড়ে গিয়েছে। এখন ডিএপি-র একটি ব্যাগের দাম ২৪০০ টাকা দাঁড়িয়েছে।
যা আগের তুলনায় দ্বিগুণ দাম দিয়ে দেশের কৃষকদেরকে কিনতে হবে। দেশের কৃষকরা যাতে পুরনো দামেই কিনতে পারেন, সেইজন্য কেন্দ্র সরকার ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ১৪০ শতাংশ করেছে। এখন ডিএপি-র একটি ব্যাগ বারোশো টাকা দিয়ে কিনতে পারবে দেশের কৃষকরা এবং ৫০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভর্তুকি দেবে সরকার।
কৃষকদের উদ্দেশ্যে প্রতিবছর কেন্দ্র সরকারের তরফ থেকে প্রায় ৮০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর এই ভর্তুকির পরিমাণ আরও বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৭৫ কোটি টাকা।
প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিনই “প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প”- এ দেশের মোট ১০ কোটি কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি ১৯ হাজার কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা দেশের কৃষকদের অনেক সাহায্য হয়েছে বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। এরপরই তিনি আবার কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য সার এবং কীটনাশক এর উপর ভর্তুকি বাড়িয়ে দিলেন।