পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিয়ে বিশাল পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রত্যেকটি জেলায় মেডিক্যাল অক্সিজেন নির্মাণের জন্য ইন্সটল করা হবে মোট ৫৫১ টি ” প্রেসার সুই অ্যাবসপরসন মেডিক্যাল অক্সিজেন জেনারেট প্ল্যান্ট।”
প্রধানমন্ত্রীর দফতর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয় যে, এই সমস্ত মেডিক্যাল অক্সিজেন জেনারেট প্ল্যান্টের অর্থ জোগান দেবে পিএম কেয়ারস ফান্ড। এছাড়াও আরও জানানো হয়েছে যে, যত তাড়াতাড়ি সম্ভব এই প্ল্যান্ট গুলি থেকে অক্সিজেন উৎপাদন করা হবে।
এর সাথে এও জানানো হয় যে, সমস্ত প্ল্যান্ট ইন্সটল করা হবে প্রতিটি রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত হেডকোয়ার্টার গুলিতে যে, যেসব সরকারি হাসপাতাল আছে সেগুলিতে। আর সমস্ত অক্সিজেন প্ল্যান্ট এর ইন্সটলেশান হবে পি এম কেয়ারের দ্বারা। এছাড়াও করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে আহ্বান জানান।
তিনি সকলের কাছে আবেদন রাখেন যে, এই করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র এবং রাজ্যগুলিকে একত্রে লড়তে হবে। শুধুমাত্র তাইনা। সকলে সমবেত ভাবে লড়তে পারলে করোনার বিরুদ্ধে মানুষের জয় নিশ্চিত। এছাড়াও তিনি জানান যে, করোনা মোকাবিলায় সকল রাজ্যকে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র।
শুধু তাই নয়। করনা মোকাবিলায় প্রধানমন্ত্রী তাঁর ” মন কি বাত ” অনুষ্ঠানে বলেন যে, করোনা নিয়ে যেন কেউ অযথা বিভ্রান্তি মূলক খবর না ছড়ায়। এছাড়াও তিনি বলেন যে, করোনা নিয়ে বিভ্রান্তি মূলক খবর ছড়ালেই তার বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।