পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সম্ভাবনা ছিলই এবারে সেটা বাস্তব হতে চলেছে। অর্থাৎ বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে ব্যাঙ্ক। কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী প্রথম পর্যায় বেসরকারিকরণ হবে পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা পিএসবি এবং অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে এরপর।
সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহে নীতি আয়োগের বৈঠকে এই সমস্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে আলোচনা হবে। নীতি আয়োগের এই বৈঠক হবে আগামী ১৪ ই এপ্রিল ২০২১ অর্থাৎ বুধবার। ওইদিনই ব্যাঙ্ক নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হবে নীতি আয়োগের বৈঠকে।
সূত্রের খবর অনুযায়ী, নীতি আয়োগের সাথে বৈঠকে অর্থাৎ ১৪ ই এপ্রিল বুধবার নীতি আয়োগের পক্ষ থেকে রাখা হবে চার পাঁচ রকম প্রস্তাব। সেই প্রস্তাবগুলির ওপর মূলত চর্চা হবে। এই ব্যাঙ্ক বেসরকারিকরণের ক্ষেত্রে বিজনেস স্যানডআরড এর একটি রিপোর্টের ভিত্তিতে জানা যায় যে, নীতি আয়োগ ইতিমধ্যে চার পাঁচটি ব্যাঙ্কের প্রস্তাব দিয়েছে। তার মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসা হবে উক্ত বৈঠকে।
যে সব ব্যাঙ্কের খবর এখনও জানা যাচ্ছে সেগুলি হল, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান অভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাঙ্ক। আবারও শেয়ার বাজারের নিরিখে এই ব্যাঙ্ক গুলির শেয়ার বেশ ঊর্ধ্বমুখী। শুক্রবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী NIFTY PSU Bank এর শেয়ারে উপরে উঠেছে প্রায় তিন শতাংশ।
এছাড়াও সবচেয়ে বড় খবর হল যেসব ব্যাঙ্ক গুলি বিগত বছরে অন্যান্য অনেক সরকারি ব্যাঙ্কের সাথে মিশে গিয়েছে বা মারজ হয়েছে আপাতত সেই সব ব্যাঙ্ক গুলি বেসরকারিকরণের পথে হাটবেনা। আর এই বেসরকারিকরণ বা ব্যাঙ্ক মারজ থেকে সম্পূর্ণ পৃথক থাকছে SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।