পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। পরিস্থিতির দিনের পর দিন আরো দুর্দশার দিকে এগোচ্ছে। এমত অবস্থায়প্রায় বেশীর ভাগ রাজ্য লক ডাউনের পথে হাঁটছে। সেক্ষেত্রে একে একে বাতিল হচ্ছে সমস্ত পরীক্ষা। এমত অবস্থায় পিছিয়ে গেল ইউপিএসসি ( UPSC ) সিভিল সার্ভিস পরীক্ষা।
করোনা পরিস্থিতিতে একে একে পিছিয়ে যাচ্ছে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বন্ধ হয়ে যাচ্ছে একে একে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হচ্ছে রেল, বিমান সহ একাধিক পরিষেবা। এমত অবস্থায় সমস্ত পরীক্ষার্থী এবং তাদের নিরাপত্তার দিকে তাকিয়েই পিছিয়ে দেওয়া হল ইউপিএসসি ( UPSC ) সিভিল সার্ভিস পরীক্ষা।
ইউপিএসসি ( UPSC ) সিভিল সার্ভিস পরীক্ষা এই বছর হওয়ার কথা ছিল জুন মাসের ২৭ তারিখ। বর্তমানে করোনা আবহে সেই তারিখ পিছিয়ে গিয়ে হয়েছে ১০ ই অক্টোবর। এমনটাই জানিয়েছে ইউপিএসই বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। প্রতি বছর এই সময় দেশে ইউপিএসসি ( UPSC ) সিভিল সার্ভিস পরীক্ষা সংগঠিত হয়। পরীক্ষাটি মূলত হয় তিন ভাগে। প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত হয়ে থাকে।
UPSC postpones UPSC Prelims 2021 to October 10 https://t.co/k34eBlb8Hc#COVID-19 Situation #UPSC #UPSC Prelims 2021
— Civil Service India (@CivilserviceInd) May 13, 2021
মূলত এই পরীক্ষার মাধ্যমেই দেশে আইএএস(IAS), আইপিএস (IPS) এবং আইএফএস (IFS) সহ আরও বিভিন্ন অফিসার র্যাঙ্ক এ নিয়োগ করা হয়ে থাকে। প্রতি বছর একই সময় দেশে ইউপিএসসি ( UPSC ) সিভিল সার্ভিস পরীক্ষা হয়ে থাকে। কিন্তু বিগত বছর এবং এই বছর করোনা ভাইরাসের কারণে পরীক্ষা পিছিয়ে গেছে।
গত বছর ৩১ শে মে এর বদলে ইউপিএসসি ( UPSC ) সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল ৪ ই অক্টোবর এবং এবারে ২৭ শে জুনের পরিবর্তে হবে ১০ ই অক্টোবর। যদিও এখনও গত বছরের পরীক্ষার ইন্টারভিউ হয়নি। তবে করোনার কারণে এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে সমস্ত পরীক্ষা।