পশ্চিমবঙ্গ ডেস্কঃ তৃণমূলের এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বাইক বাহিনীর ওপর। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার জয়নগরের আনন্দবাজার এলাকায়। ওই তৃণমূল কর্মীর নাম রঞ্জিত দাস, বাড়ি বিলোনিয়ার জয়নগর এলাকায়।
সূত্রের খবর, এই তৃণমূল কর্মী পেশায় ছিলেন একজন অটো ড্রাইভার। ১৮ই জুন, তৃণমূল প্রার্থীর সমর্থনের প্রচারে বিলোনিয়ার জয়নগর থেকে ছুটে আসেন ত্রিপুরার রাজধানী আগরতলাতে। বর্তমানে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে চলেছে উপনির্বাচন। আর এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আগরতলাতেই রয়েছে দুটি বিধানসভা কেন্দ্র।
তবে তৃণমূল প্রার্থীর সমর্থনের প্রচারে রঞ্জিত দাস বিলোনিয়ার জয়নগর থেকে ছুটে আসেন আগরতলাতে, এটাই ছিল তাঁর অপরাধ। আর ঠিক সেই কারণেই, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আনন্দ বাজারের সামনে তাকে ৫-৬ জন বাইক আরোহী হুমকি দেন। এমনকি অটো নিয়ে রাস্তায় বের হলে অটোতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয় বাইক বাহিনীরা, এমনটাই অভিযোগ ওই তৃণমূল কর্মীর।
এছাড়াও রঞ্জিত দাসের আরও অভিযোগ, প্রথমে বাইক বাহিনীরা কিল-ঘুসি ও পরবর্তীতে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তাকে। বাজারের মধ্যেই বাইক বাহিনীরা রঞ্জিতের ওপর আক্রমণ চালালেও কেউ ভয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলেই খবর পাওয়া গিয়েছে। পরবর্তীতে এক স্থানীয় ব্যবসায়ী বাধা দিতেই সেখান থেকে আহত তৃণমূল কর্মী কোনোক্রমে প্রাণে বাচতে পালিয়ে যান। এই ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৯:৩০ মিনিট নাগাদ। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে রঞ্জিত দাসের বাড়িতে তৃণমূল কর্মী সমর্থকরা হাজির হন। আহত রঞ্জিত দাসের অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া হাসপাতালে।
আহত তৃণমূল কর্মী রঞ্জিত দাস আগামীকাল আক্রমনকারী বাইক বাহিনীর বিরুদ্ধে বিলোনিয়া থানাতে এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন। এই ঘটনায়, এলাকার তৃণমূল নেতারা নিন্দামূলক মন্তব্য করেন বিজেপির উপর এবং আক্রমণকারী বাইক বাহিনীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলের কর্মী সমার্থকরা।