মাধ্যমিক পরীক্ষা 2022, মাধ্যমিক পরীক্ষা গাইডলাইনস, madhyamik exam guidelines 2022
মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষা। তবে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকা। পরীক্ষা ফাঁস নিয়েও, নেওয়া হচ্ছে পদক্ষেপ।

আজ সাংবাদিক বৈঠকে এসে মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা গাইডলাইনস প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, করোনার দাপটে গতবছর মাধ্যমিক পরীক্ষা বাতিল করতে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। তবে এবছর সমস্ত রকম করোনাবিধি মেনে আগামী ৭ ই মার্চ অর্থাৎ সোমবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইনস মেনে অফলাইনেই পরীক্ষা নেওয়া হবে।

মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে জারি করা গাইডলাইনসে জানানো হয়েছে যে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব মানতে হবে সবাইকে। পরীক্ষা কেন্দ্রে আলাদা আইসোলেশন রুমের ব্যবস্থা করা হয়েছে। কেউ অসুস্থ হলে তারা সেই রুমের ব্যবহার করতে পারবেন। এছাড়া অসুস্থ হলে কাছের হাসপাতাল বা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে।

পর্ষদের তরফে আরও জানানো হয়েছে যে, পরীক্ষাকেন্দ্রে বাড়তি করোনা সংক্রমণ রুখতে কোনো পরীক্ষার্থী অন্য কোন পরীক্ষার্থীর পেন, পেন্সিল, স্কেল কোনটাই ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

অন্যদিকে, এবারের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আটকাতে নেয়া হয়েছে পদক্ষেপ। মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে জানানো হয়েছে যে, পরীক্ষা শুরুর প্রথম ১ ঘন্টা ১৫ মিনিট কোনো পরীক্ষার্থী শৌচালয় যেতে পারবেন না। এর আগের নিয়মে ৪৫ মিনিট পর থেকে বাথরুমে যেতে পারতেন ছাত্রছাত্রীরা। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রুখতে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে।

আগামী ৭ মার্চ থেকে ১৬ ই মার্চ পর্যন্ত চলবে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটে। তবে ছাত্র-ছাত্রীদের প্রথম দিন ১১ টা এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যেতে হবে।