পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে ইতিমধ্যে মৃত্যুর হার বেঁড়েয় চলেছে। মহামারি করোনার জেরে নয়। বাংলার ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে মৃত্যু মিছিল। বঙ্গের খবরে চোখ রাখলেই প্রতিদিন বোমাবাজি বিস্ফোরণে মৃত্যু এবং খুনের অভিযোগ।
এবার উত্তর দিনাজপুরে বিজেপি কর্মী খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অখিল বিশ্বাস। তিনি চাকুলিয়া বিদ্যানন্দপুর এর বাসিন্দা। তিনি গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাজারে যান। কিন্তু শুক্রবার বাজার থেকে বাড়ি ফিরতে দেরী হওয়ায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির অন্যান্য সদস্যরা।
শুক্রবার রাত্রি থেকেই অখিল বিশ্বাস নিখোঁজ হন। প্রথম দফার ভোটের দিন অর্থাৎ শনিবার সকাল হতেই এলাকায় শুরু হয় তল্লাশি। শনিবারেও অখিল বিশ্বাস কে খুঁজে পাওয়া যায় না। শেষমেষ এলাকায় মাইক লাগিয়ে অখিল বিশ্বাস নিখোঁজ এ বিষয়ে মাইকিং করা হয়। তাতেও কোনও প্রকার কাজ হয়নি।
শেষমেশ গতকাল সোমবার সকালে অখিল বিশ্বাস এর মৃতদেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। বিজেপি কর্মীর ওই মৃতদেহ উদ্ধার করা হয়। রীতিমতো তার মুখ ঝলসে গিয়েছিল। হাঁটু মোড়া অবস্থায় দেখা যায় মৃত বিজেপি কর্মীর দেহ।
জানা গিয়েছে, অখিল বিশ্বাস বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন। ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
বিগত কয়েক বছর ধরেই ঠিক এমন ভাবেই রাজনৈতিক দলের অন্যান্য কর্মীদের হত্যা করে ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই প্রথমবার নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে অনেক। ঠিক একই ভাবে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বিজেপি কর্মী অখিল বিশ্বাস-এর।