পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ পশ্চিমবঙ্গে চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ। সকাল হতে না হতেই নানা জায়গা থেকে বোমা বাজি বিস্ফোরণের খবর উঠে আসছে।
সকাল সকাল ভোট দিতে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার গোলাবাড়ি এলাকায়। বুথ কেন্দ্র লক্ষ্য করেই চলছে বোমাবাজি বিস্ফোরণ। স্থানীয় একটি বাড়ি থেকে বুথ লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোড়া হয়েছে বলে খবর।
সকাল থেকেই ভোটাররা ভোটদানের উদ্দেশ্যে লম্বা লাইনে দাঁড়িয়েছে। হঠাৎই বুথকেন্দ্রে বোমা পড়তে শুরু করে এবং ভোটাররা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে এবং ভোট না দিয়ে বুথ কেন্দ্র থেকে পালিয়ে যান।
জানা গিয়েছে, হাওড়ার ওয়াটকিংস ও ডফসনস লেনে বোমাবাজি বিস্ফোরণ চলছে। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনীর এক অংশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বাসিন্দারা।
এত কড়া নিরাপত্তার সত্বেও বুথ কেন্দ্রে এমন বোমাবাজির ঘটনা কীভাবে ঘটল ? সে নিয়েও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, এত কড়া নিরাপত্তা আর সত্বেও স্থানীয় ওই বাড়ির ভেতরে বাইরের লোকজন কিভাবে ঢুকলো?
তবে এই বোমা বাজি বিস্ফোরণের ঘটনায় কারা এমন কাজ করলো তা এখনো পর্যন্ত জানা যায় নি। এই মুহূর্তে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটারদেরকে ভয় কাটিয়ে নিরাপত্তার আওতায় বুথে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।