corona, corona virus, corona dead, corona news
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে অতিমারি করোনা থাবা বেশ জাঁকিয়ে বসেছে। হুহু করে বেড়ে চলেছে করণা সংক্রমণ। পরপর চার দিন ৩ লক্ষের গণ্ডি পেরিয়েছি করোনা সংক্রমণ।

এমন পরিস্থিতিতে করোনা আক্রান্ত মাকে রাস্তায় ফেলে গেল ছেলে। শেষমেষ করোনার দ্বিতীয় ঢেউ প্রান কেড়ে নিল ওই মহিলার। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কানপুর এলাকায়। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কানপুর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ছিলেন বিশাল। সম্প্রতি বেশ কয়েকদিন ধরে বিশালের মায়ের শ্বাসকষ্ট শুরু হয়।

দিন দিন তার অবস্থার অবনতি ঘটতে থাকে। এমন অবস্থায় তার মাকে বোনের বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চাকেরি এলাকায় বোনের বাড়ীর সামনে মাকে ফেলে পালিয়ে আসেন বিশাল। বিশালের বোনও নিজের মাকে নিজের ঘরে নিয়ে যত্ন আহ্বান করতে নারাজ।

ওই মহিলার অবস্থার অবনতি ঘটায় তাকে দেখেই বিশালের বোনের সন্দেহ হয় যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। মহিলাকে ঘরে ঢুকতে দেননি তার নিজের মেয়েও। ফলে রাস্তাতেই দিন কাটে ওই মহিলার। তবে ওই মহিলাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কয়েকজন।

ওই ভিডিওটি প্রশাসনের চোখে পড়তেই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, ওই মহিলাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এবং উরসুলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ওই মহিলার কোভিড চিকিৎসা চালানো হয়। কিন্তু চিকিৎসা চলতে চলতেই মৃত্যু হয় ওই মহিলার।

কোভিড আক্রান্ত মাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার কারণে বিশাল এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ডিসিপি অনুপ সিং জানিয়েছেন, “পুলিশ ভিডিওটি দেখে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলার ছেলে ওই মহিলাকে সেখানে ফেলে রেখে গিয়েছে। তবে এই ঘটনায় এখনো তদন্ত জারি আছে।”