budget 2023, nirmala sitharaman, ২০২৩ অর্থবর্ষের বাজেট, নির্মলা সীতারামন
পেশ হয়েছে ২০২৩-এর বাজেট! জানুন কোন কোন জিনিসের দাম হ্রাস এবং বৃদ্ধি পেয়েছে

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ১লা ফেব্রুয়ারি বুধবার ২০২৩ সালের অর্থবর্ষের বাজেট পেশ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের মাধ্যমে জানালেন চলতি বছরে কোন কোন জিনিসের দামের উত্থান-পতন ঘটবে। চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে।

সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করায় কম-বেশি অনেকেই জানতে ইচ্ছুক কোন কোন জিনিসের দাম সস্তা হচ্ছে। ২০২৩ সালের অর্থবর্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে যে জিনিসের দাম সস্তা হওয়ার কথা বলেছে সেগুলি হল বৈদ্যুতিক বা ইলেকট্রিক টু হুইলার এবং গাড়ি, দেশীয় খেলনা, সাইকেল, মোবাইল ফোন বা স্মার্টফোন, ফোনের চার্জার, টেলিভিশন, অ্যালকোহল প্রভৃতি একাধিক জিনিস।

অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশে জানিয়েছেন অন্যান্য জিনিসের দাম বৃদ্ধির বিষয়ে। ২০২৩ সালের অর্থবর্ষের বাজেট পেশ অনুযায়ী, সোনা-রুপা, বিদেশী জিনিসপত্র, বিদেশি খেলনা, কিচেন চিমনি, প্লাটিনাম, রুপোর বাসনপত্র, ছাতা, সিঙ্গল বা মাল্টিপল লাউডস্পিকার, এক্সরে মেশিন, হেডফোন বা ইয়ারফোন প্রভৃতি একাধিক জিনিস দাম বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বেশি পরিমাণে বৃদ্ধি পাবে সিগারেটের দাম।

তবে এইসব জিনিসপত্রের দামের উত্থান-পতনের কারণ সম্পর্কেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যাখ্যা করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, যেসব জিনিসপত্রে আমদানি শুল্কে ছাড়ের পরিমাণ বৃদ্ধি পাবে সেইসব জিনিসপত্রে দামের পতন ঘটবে ২০২৩ সালের অর্থবর্ষে। আর যেসব জিনিসপত্রে আমদানি শুল্কের পরিমাণ বাড়বে সেসব জিনিসপত্রের দাম ২০২৩ সালের অর্থবর্ষে বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতবর্ষে চলতি বছরে জিডিপির পরিমাণ অন্যান্য বর্ষের তুলনায় কম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, প্রধান অর্থনীতির দিক দিয়েও ঊর্ধ্বমুখী রয়েছে ভারত। তাই ভবিষ্যতে ভারতসহ ভারতের জনসাধারণ অর্থনীতির দিকে আশার আলো দেখবে।