manik saha, sudip roy barman, congress, bjp
চলছে উপনির্বাচনের গণনা, এগিয়ে সুদীপ রায় বর্মন এবং মানিক সাহা, কে হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী? | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ কে জয়ী হবেন এবারের উপনির্বাচনে ? কে বা হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ? মানিক সাহা নাকি সুদীপ রায় বর্মন? এ সকল প্রশ্নের জবাব মিলবে আজ। আজ রবিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ত্রিপুরার ৪টি বিধানসভার উপনির্বাচনের ফলাফল গণনা।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। ৬০০ ভোটে এগিয়ে রয়েছেন বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এই উপনির্বাচন শাসক ও বিরোধী উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এই উপনির্বাচন ২০২৩ সালের ত্রিপুরার বিধানসভা ভোটের সেমিফাইনাল হতে চলেছে, তা বলার আর আক্ষেপ রাখেনা।

গত ২৩ শে জুন, দেশের ৩ টি লোকসভা কেন্দ্রে এবং ৭ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। আর তার মধ্যে ত্রিপুরার ৪ টি বিধানসভা কেন্দ্রে ছিল উপনির্বাচন। ইতিমধ্যেই প্রথম পর্বের গণনা শেষ হয়েছে, জানা যাচ্ছে মানিক সাহা ও সুদীপ রায় বর্মন এগিয়ে রয়েছেন নিজ নিজ কেন্দ্রে।

এই উপনির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগ ছিল যে, এটা ভোট নয় শুধু ভোটের নামে প্রহসন করছে বিজেপি শাসিত রাজ্য। সাধারণ জনতার ভোট কেড়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলগুলির। অন্যদিকে মুখ্যমন্ত্রী পদ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন মানিক সাহা। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রিপুরার টাউন বারদোয়ালী আসন থেকে।

এছাড়া কংগ্রেসের টিকিটে সুদীপ রায় বর্মন চেষ্টা চালাচ্ছেন ত্রিপুরার মাটিতে আবারো কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে। ত্রিপুরার মাটিতে কংগ্রেস কে প্রতিষ্ঠা করতে হলে আগরতলা বিধানসভা আসনে জয়ী হতেই হবে তাকে। এখনো পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, প্রথম রাউন্ডের গণনা শেষ হওয়ার পর ৩৯৪ ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ রায় বর্মন। অন্যদিকে ত্রিপুরার মাটিতে নিজেদের পতাকা অটল রাখতে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল।