পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বে করোনা ভাইরাস আবারও মারাত্মক আকার ধারন করেছে। করোনার দ্বিতীয় ঢেউ প্রায় সুনামির মত আছড়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্বের বিভিন্ন দেশ করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ এর মোকাবিলার জন্য আবারও সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটছে।
করোনা ভাইরাসের অতিমারির প্রকোপ সারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারতেও সাংঘাতিকভাবে দেখা দিয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের থাবা একেবারে জীবন নাশকারী রূপে দেখা দিয়েছে। তবে যে রাজ্যগুলি করোনা ভাইরাসের জন্য বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি হল পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, দিল্লী, মহারাষ্ট্র।
ইতিমধ্যে মহারাষ্ট্র সরকার লক ডাউনের পথে হেঁটেছে। করোনার দ্বিতীয় ঢেউ এর জেরে বাতিল হচ্ছে একের পর এক ট্রেন। স্থগিত হয়ে যাচ্ছে সবরকম পরীক্ষা। এমত অবস্থায় একটা বিশাল সিদ্ধান্ত নিল কোলকাতা হাইকোর্ট। একেবারে সরাসরি ভার্চুয়াল শুনানির নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট।
পশ্চিমবঙ্গে এমিতে চলছে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের কারণে সমস্ত জায়গায় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের জনসভা এবং র্যালী। এমত অবস্থায় আবারও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ফলে সেই সংক্রমণ ঠেকাতে এবারে আবারও আংশিক লক ডাউনের পথে পা বাড়াচ্ছে রাজ্য সরকার।
বিভিন্ন দফায় স্বাস্থ্য আধিকারিকদের সাথে আলোচনার পর কোলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে সমস্ত মামলার শুনানি হবে ভার্চুয়াল শুনানি। আদালতে কমানো হবে হাজিরা। অর্থাৎ হাজিরা কমিয়ে করা হবে ৬০ শতাংশ। সমস্ত মামলার শুনানি হবে অনলাইনে।
এছাড়াও কর্মচারীদের হাজিরাও হবে ৬০ শতাংশ। আদালত চত্বরে প্রবেশ করতে হলে মানতে হবে সমস্ত বিধিনিষেধ। এছাড়া কোনও রকম উপসর্গ থাকলেই তাঁকে আদালত চত্বরে প্রবেশে বাঁধা দেওয়া হবে। এছাড়াও নতুন নির্দেশিকাতে বলা হয়েছে যে, হলফনামায় সই করা বা বিচারপতিদের তলব ছাড়া কেউ আদালত চত্বরে প্রবেশ করতে পারবেনা।
হাইকোর্ট থেকে আরও জানানো হয়েছে যে, বিচারব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় সে কথা মাথায় রেখেই আদালত বসবে দু দফা। সময় দুটি হল সকাল ১০ টা থেকে দুপুর সোয়া ১ টা আর দুপুর ২ টো থেকে ৩ টে।