পশ্চিমবঙ্গ ডেস্কঃ বারবার বিমান সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আজ সোমবার সেই মামলার শুনানি ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের কাছে অবস্থান জানতে চায় কলকাতা হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিমানে সমস্যা দেখা দেয়। এর আগেও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিপ্লব চৌধুরি। বিপ্লব চৌধুরি জানিয়েছেন, ২০১৬ সালেও মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বিভ্রাটের মুখে পড়েছিলেন। তারপর আবার এই বিমান বিভ্রাট ! বারবার বিমান বিভ্রাট এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করছেন তিনি। বিপ্লব বাবুর দাবি, প্রথমবার ঘটে যাওয়া বিমান বিভ্রাটের ঘটনায় যথাযথ তদন্ত করা হয়নি।
মামলাকারীর বিপ্লব বাবু জানিয়েছেন, এই ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এই মর্মে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। আজ এই মামলার শুনানিতে একাধিক প্রশ্ন উঠে আসে। এই ঘটনায় কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিয়েছে। এই ঘটনার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ শে এপ্রিল।
জানিয়ে রাখি, গত .৪ ঠা মার্চ বারাণসীতে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে গিয়েছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানে করে রওনা শুরু করেন তিনি। কিন্তু কলকাতা এয়ারপোর্টে অবতরণের পূর্বে বিমানটি কাঁপতে শুরু করে এবং যে উচ্চতায় তার বিমানটি চলার কথা তার থেকে অনেকটা নিচে নেমে আসে বিমানটি।
তবে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার বিমানের সামনে অন্য একটি বিমান এসে পড়ায় এমন সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও তিনি জানিয়েছেন, বিমানটি এতটাই কাপছিল, যার কারণে তিনি কোমরে ব্যথা পেয়েছেন। তবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুসারে রীতিমতো কাটগড়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ।