রামপুরহাট, kunal ghosh, tmc
"সিবিআই তদন্ত নিরপেক্ষ নয়", আদালতের নির্দেশের পর বিস্ফোরক কুণাল ঘোষ | গ্রাফিক্সঃ- আকাশ কায়পুত্র

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বগটুই এলাকার হত্যাকাণ্ড খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রামপুরহাট গিয়েছিলেন । কিন্তু তার ২৪ ঘন্টা হতে না হতেই রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, “রামপুরহাটের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী। জনমানসে যথেষ্ট প্রভাব ফেলেছে এই ঘটনা। আইনের উপর মানুষের আস্থা রাখতে উপযুক্ত তদন্তের প্রয়োজন। যাতে প্রকৃত সত্য সামনে আসে।”

আদালতের নির্দেশে কার্যত বড় ধাক্কা খেয়েছে রাজ্য পুলিশ। রাজ্য সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেন তাদের তদন্ত বন্ধ করে দেয়, সে দিকেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু আদালতের এই নির্দেশের পর সরব হয়েছেন তৃণমূলের একাধিক নেতা ও মন্ত্রীরা। শাসক দলের দাবি, রাজ্য সরকারের গঠন করা স্পেশাল ইনভেস্টিগেশন টিম নিরপেক্ষভাবে তদন্ত চালাচ্ছিল। তাহলে কেন আবার সিবিআই তদন্ত?

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এদিন বলেন, , “এই মামলায় সিবিআই তদন্ত হয় কী করে? বিজেপির রাজ্যে যতগুলি গণহত্যা হয়েছে, সিপিএম জমানায় যতগুলি গণহত্যা হয়েছে, সেখানে একটা ছবি দেখান যেখানে মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছেন। রাজ্য সরকার যেখানে সমস্ত ব্যবস্থা নিচ্ছেন সেখানে সিবিআই কেন? বিজেপির দুই ভাই, ইডি আর সিবিআই। সিবিআই নিরপেক্ষ নয়। ওরা বিজেপির পক্ষে। হাথরাশ, উন্নাও, লখিমপুরে গণহত্যা হলেও সিবিআই হয় না কেন? সবাই বিজেপির কেনা। সিবিআইও।”

সিবিআই তদন্ত নিরপেক্ষ নয়, এমনটাই দাবি জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। রাজ্য তৃণমূল কংগ্রেসের দাবি, বগটুই কাণ্ডে যা যা করণীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুই করেছেন। বরঞ্চ তার থেকে বেশিই করেছেন। তৃণমূল সুপ্রিমো স্বজনহারা মানুষের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিয়েছে বলেও দাবি তৃণমূলের। এছাড়াও রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, সিট নিরপেক্ষ ভাবে তদন্ত করছিল, কিন্তু তারপরেও এই তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হল।

এছাড়াও জানান হয়েছে, তৃণমূল সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করবে। কিন্তু সিবিআই যদি বিজেপির কোন ষড়যন্ত্র চাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে তৃণমূল কাউকে ছেড়ে কথা বলবেনা।