ভ্যাকসিনের মূল্য, ভ্যাকসিনের দাম, corona vaccine price
ছবি- সংগৃহীতও

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- অনেকদিন আগে থেকেই ভারতবর্ষে করোনা ভাইরাসের টিকাকরন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। তবে এবার সকল জনগণের মধ্যে টিকা যাতে সঠিকভাবে এবং সঠিক দামে বন্টন হয় তার জন্য নতুন নিয়ম জারি করেছে কেন্দ্র। বেসরকারি হাসপাতালগুলো নিজস্ব মতামতের দ্বারা টিকার মূল্য ঠিক করতে পারবে না। জিএসটি সহ এই ভ্যাকসিনের দাম কত পড়বে, তা ইতিমধ্যেই সব বেসরকারি হাসপাতালগুলিকে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

বেসরকারি হাসপাতালগুলিতে কোভ্যাকসিন ১৪১০ টাকা, স্পুটনিক’ ভি ১১৪৫ টাকা এবং কোভিশিল্ড ৭৮০ টাকা মূল্য বরাদ্দ করেছে কেন্দ্র। ভ্যাকসিন গুলির দাম এর বেশি রাখা যাবে না। জিএসটি ১৫০ টাকা ধরেই এই মূল্য ঘোষণা করা হয়েছে। কোনও বেসরকারি হাসপাতাল যদি বেঁধে দেওয়া মূল্যে ভ্যাক্সিনেশন পদ্ধতি চালু না রাখে, তবে সেই হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রীর তরফে জানা গিয়েছে, টিকাকরণ পদ্ধতি যাতে আরো দ্রুত সম্পাদিত হয়, তার জন্য আরো ভ্যাকসিন তৈরীর প্রচেষ্টায় চালানো হচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন সংক্রমণের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮ জন। সুস্থতার সংখ্যা ২.৭৩ কোটিরও অধিক। ভারতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জন।

নীতি আয়োগের সদস্য ভিকে পাল-এর বক্তব্য, ১৯ কোটি কোভ্যাকসিন এবং ২৫ কোটি কোভিশিল্ড-এর কথা বলা হয়েছে প্রস্তুতকারক কোম্পানির সাথে।  খরচ পড়বে প্রায় ৫০ হাজার কোটি টাকার কাছাকাছি। খুব শীঘ্রই এই ভ্যাকসিন পৌঁছে যাবে বিভিন্ন রাজ্যে। তিনি আরো জানান, তিন ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিকে ইতিমধ্যেই ৩০ শতাংশ টাকা আগাম দেওয়া হয়ে গিয়েছে।

করোনার রুখতে কেন্দ্র এবং রাজ্যগুলি যথাযথভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষকে আরও সচেতন হতে হবে। যাতে আগামী দিনে ভারতবর্ষকে করোনা মুক্ত দেশ হিসেবে ধরা যায়।