Alapan Bandyopadhyay, আলাপন বন্দ্যোপাধ্যায়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাতারাতি রদবদল ! রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে অবিলম্বে দিল্লিতে ডেকে পাঠালো কেন্দ্র সরকার। রাজ্য সরকারকে জানানো হয়েছে যে, আলাপন বন্দ্যোপাধ্যায় ( Alapan Bandyopadhyay ) কে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে মুক্তি দিয়ে আগামী ৩১ শে মে সোমবার সকাল দশটায়, দিল্লিতে নর্থ ব্লকে হাজিরা দিতে হবে।

শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় এর কাছে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায় এর কর্মজীবন এর মেয়াদ বৃদ্ধি করার জন্য এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই আবেদন মঞ্জুরও করা হয়েছিল।

ওই চিঠিতে জানানো হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায় আপাতত দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করবেন। তবে এই সিদ্ধান্তের পর মোটামুটি ধাক্কা খেতে পারে রাজ্য সরকার। কারণ রাজ্যের বিভিন্ন দপ্তরে আলাপন বন্দ্যোপাধ্যায় তার পরিষেবা দিয়ে থাকেন। প্রায় গত ৮ মাস ধরে রাজ্যে কোভিড মোকাবিলায় তার নেতৃত্বে সমস্ত কাজ চলছিল।

কয়েকদিন আগেই আলাপন বন্দ্যোপাধ্যায় এর মেয়াদ বৃদ্ধির কথা নিজে সাংবাদিক সম্মেলনে এসে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাদের আবেদন কেন্দ্রীয় সরকার স্বীকার করাতে তারা এ বিষয়ে খুব খুশি হয়েছেন।

এমনকি গতকাল ঘূর্ণিঝড়ের ইয়াসের প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতির বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার উন্নয়নের জন্য দায়িত্ব দিয়েছেন। তবে এবার আর তা হচ্ছে না। মেয়াদ বৃদ্ধির তিন মাস হয়তো তাকে দিল্লিতে থেকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য জানানো হতে পারে।