পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্র এবং রাজ্য টিকাকরণ নিয়ে প্রথম থেকেই চলছে সংঘাত। এমত অবস্থায় কেন্দ্র সরকার টিকা নীতি নিয়ে নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে দিল। কেন্দ্র জানিয়ে দিল যে, টিকা নীতি নিয়ে তারা আদালতের কোনও নির্দেশ মানবে না। সুপ্রিম কোর্টে হলফ নামা দিয়ে জানিয়ে দিল কেন্দ্র।
প্রথম থেকেই টিকার জোগান, দাম, বণ্টনের গতি নিয়ে কেন্দ্রের সাথে সংঘাতে জড়িয়েছে বিভিন্ন রাজ্য। বিভিন্ন রাজ্যের বিরোধী দলগুলি এই প্রসঙ্গে মোদী সরকারকে বার বার প্রশ্নের মুখে ফেলেছে। আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। এমত অবস্থায় কেন্দ্র সরকারের কাছে সুপ্রিম কোর্ট এই বিষয়ে হলফনামা পেশ করার কথা বলে, টিকার দাম পুনর্বিবেচনা করার কথা বলা হয়।
এই প্রসঙ্গে কেন্দ্রের তরফে হলফনামায় জানানো হয় যে,” আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে তিক্ত ফলের জন্ম দেয়। বিশ্ব জুড়ে এমন অতিমারি পর্বে দেশের টিকা নীতি নির্ধারিত হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিজ্ঞানীদের সাহায্যে। তাই এই ক্ষেত্রে বিচার বিভাগীয় হস্তক্ষেপ মানার কোনও জায়গা নেই।”
এছাড়াও হলফ নামায় টিকার দাম নিয়ে কেন্দ্র সরকার নিজের অবস্থান স্পষ্ট করে জানায় যে,” টিকার দাম যুক্তি সঙ্গত এবং দেশের সর্বত্র এক রকম। দুই টিকা প্রস্তুত কারক সংস্থাকে সরকার টিকার দাম এক রকম রাখার জন্য অনুরোধ করেছিল।”
এছাড়াও কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, ১৮ বছরের ওপরে সকলকে বিনা মূল্যে টিকা দেওয়া হবে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনও রকম কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।