পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যে বিভিন্নভাবে হিংসার পরিচয় দিয়েছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে বন্ধ করে দেওয়া হল রাজ্য সরকারের একটি প্রকল্প।
এবারে রাজ্য সরকারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে একেবারে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। শাসক দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হল তফশিলি জাতি এবং উপজাতির মহিলাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের চালু করা এক বিশেষ প্রকল্প।
এই প্রকল্পে তফশিলি জাতি এবং উপজাতির মহিলাদের সাহায্যার্থে রাজ্য সরকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। গত জুন মাসে বলা হয়েছিল তফশিলি জাতি এবং উপজাতির মহিলাদের এই সাহায্যের কথা। সেই মতো শুরু হয়েছিল নাম নথিভুক্তকরণের কাজ এবং রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল একটি টোল ফ্রী নম্বর। আর বলা হয়েছিল যে তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে এই ব্যবস্থা বজায় থাকবে।
এই মর্মে কাজ শুরু হয়ে গেলে কেন্দ্র সরকারের নজরে আসে গোটা বিষয়টি। আর সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেয় কেন্দ্র সরকার। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য এই প্রকল্পের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানায় যে, ভোটের মাঝে এই প্রকল্পের কাজ বন্ধ থাকবে।
কারণ হিসেবে নির্বাচন কমিশন জানায় যে, যেহেতু বর্তমানে রাজ্যে আদর্শ আচরণবিধি চলছে সেক্ষেত্রে নাম নথিভুক্তিকরণ করা যাবে না আর এর সাথেই বন্ধ করে দেওয়া হয় টোল ফ্রী নম্বরটাও। যদিও এই প্রসঙ্গে রাজ্যসরকারের তরফে কোনও রকম কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।