করোনা ভাইরাস, ডবল মাস্ক
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে সারা দেশে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারন করেছে। ভারতে বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর ধাক্কায় একেবারে জর্জরিত জন জীবন। এমত অবস্থায় করোনা ভাইরাসকে রোধ করতে দুটি মাস্ক আবশ্যিক বলে মনে করছেন চিকিৎসকরা। তাই সকলের ক্ষেত্রে ডবল মাস্ক এর নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার।

গতকালই কেন্দ্র সরকারের তরফে ডবল মাস্ক নিয়ে জারি হয়েছে কিছু নতুন নির্দেশিকা। সেগুলি হল –

যা যা করতে হবে – ডাবল মাস্ক এ থাকবে একটি সারজিক্যাল মাস্ক এবং এরেকটি ডবল কিংবা ট্রিপল স্তর যুক্ত কাপড়ের মাস্ক। মাস্ক দুটি একেবারে নাকের ব্রিজের বা হাড়ের ওপর শক্ত করে এঁটে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে উক্ত ব্যক্তি সঠিক ভাবে যাতে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। কাপড়ের মাস্ক নিয়মিত ধুতে হবে।

আর কেন্দ্র থেকে জারি হওয়া নতুন নির্দেশিকায় যেটা করতে বারণ করা হয়েছে সেগুলি হল- একই ধরণের মাস্ক ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। দুটি মাস্ক হতে হবে দু রকমের। টানা দুদিন কখনও একই ধরণের মাস্ক ব্যবহার করা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

এছাড়াও কেন্দ্রের তরফে মাস্ক নিয়ে জারি হওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে, যদি দুটি মাস্ক শক্ত ভাবে লাগানো থাকে তবে করোনা ভাইরাসের হাত থেকে সর্বাধিক সুরক্ষা পাওয়া যেতে পারে। কেননা দুটি শক্ত করে লাগানো মাস্ক-এ বাতাস পরিশোধিত করার ক্ষমতা অনেকটাই বেশী। যার ফলে করোনা প্রতিরোধ করবার সুযোগ অনেক বেশী।