vijay rupani, বিজয় রুপানি
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রবিবার গুজরাটের ভোদোদরায় পৌরসভা ভোটের আগে ভাষণ দিতে গিয়ে স্টেজে অজ্ঞান হয়ে গেলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ইতিমধ্যেই তার স্বাস্থ্যের খবর ফোন করে জেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল ভোদোদরা পৌরসভা ভোট এর আগে পরপর তিনটে স্থানে জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী বিজয় রুপানির। বরোদার নিজামপুরায় স্টেজে এ ভাষণ দিতে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি। নিজামপুরায় ভাষণ দেওয়ার আগে তিনি ভোদোদরা শহরের তারশালী এবং সংগম নামক দুটি স্থানে জনসভায় ভাষণ দিয়ে এসেছিলেন।

বিজেপি নেতা এবং ভোদোদরা শহরের প্রাক্তন নেওয়ার জিগ্নেশ শেঠ মুখ্যমন্ত্রীর জ্ঞান হারানোর সাথে সাথে ছুটে গিয়েছিলেন তার সহায়তা করার জন্য এবং কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসে মুখ্যমন্ত্রী বিজয় রুপানির। একটি মেডিকেল দলের সহায়তা নিয়ে তাকে আমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

বিজেপির ভদোদরা শহরের সাধারণ সম্পাদক সুনীল সোলাঙ্কি বলেন “মুখ্যমন্ত্রীকে অনেকটা ক্লান্ত দেখাচ্ছিল। কিন্তু তিনি আসার পরে অসুস্থ হওয়ার অভিযোগ করেননি। আমাদের উনাকে দেখে মনে হচ্ছিল যে উনি ক্লান্ত আছেন যেহেতু তিনি এই ভোট নিয়ে নিজেই বিভিন্ন স্থানে প্রচার করছেন। আমাদের সাথে তার ডাক্তার উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রী আমেদাবাদ রওনা হওয়ার সময় সচেতন অবস্থায় ছিলেন। এখান থেকে তিনি আমেদাবাদের ইউএন মেহেতা হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”

গুজরাটের রাজ্য বিজেপি প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন “মুখ্যমন্ত্রী অনেক দিন ধরে জ্বরে ভুগছেন। কিন্তু পার্টির উচ্চপদস্থ নেতাদের আবেদনে তিনি প্রচার করতে বেরিয়ে ছিলেন। ওনাকে বলেছিলাম কয়েক দিন প্রচার বন্ধ রাখতে। কিন্তু তিনি এমন একজন নেতা যিনি একবার যদি কথা দিয়ে থাকেন তাহলে সেই কথা রাখেন।উনার জন্য দ্রুত সুস্থ কামনা করছি।”