মমতা বন্দ্যোপাধ্যায়, Mamta Banerjee, mamata banerjee viral video
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পায়ে চোট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তিনি নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বিধানসভা ভোটের  আগেই পায়ে চোট পান তিনি।

গত ১০ শে মার্চ নন্দীগ্রামের হয়ে মনোনয় পেশ করার পর নন্দীগ্রামের ঠাকুর মন্দির পরিদর্শনে গিয়েছিলেন তিনি। নন্দীগ্রামের ঠাকুর মন্দিরে পুজো দিচ্ছিলেন মমতা একই সঙ্গে ভোট প্রচারের মিছিলও চালাচ্ছিলেন তিনি। হঠাৎ ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে পায়ে গুরুতর চোট পান তিনি।

পায়ে গুরুতর চোট পেয়ে তাকে নন্দীগ্রাম ছেড়ে কলকাতায় ফিরে আসতে হয়। কলকাতার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিন দিন। ওই ঘটনায় তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, আমাকে কয়েকজন মিলে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমি পায়ে গুরুতর চোট পাই।

আরও পড়ুনঃ ভিডিওঃ- ভবানীপুরে ভোট প্রচারে বাধা রুদ্রনীলকে, প্রশাসনের দ্বারস্থ হলেন তারকা প্রার্থী

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল বহুদূর। এই ঘটনায় বিরোধীদের উপর ক্ষুব্ধ হয় তৃণমূল কর্মীরা। গোটা ঘটনাটিকে উপেক্ষা করে বিরোধী দলগুলি জানিয়েছে অভিনয় করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন থাকা অবস্থায় একটি ভিডিও নেট মাধ্যমে পোস্ট করেন এবং সেখানে বলেন, বনেটে উঠে সবাইকে নমস্কার করার সময় আচমকাই দরজা বন্ধ হয়ে যায়, আর দরজার আঘাতেই চোট পান তিনি। বিরোধী দলগুলোর ষড়যন্ত্রের কথা সেখানে উল্লেখ করেননি তিনি। এমনকি জেলা পুলিশের রিপোর্টে কোন ষড়যন্ত্রের কথা তিনি উল্লেখ করেননি।

তবে ভাঙ্গা পা নিয়ে এ রাজ্যের প্রতিটি জেলায় জেলায় তিনি রোড শো ও জনসভা করতে ছাড়েননি। এমনকি ভোট প্রচারে ও গিয়েছেন তিনি। হুইল চেয়ারে বসে গোটা রাজ্য ঘুরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রী মমতাকে দেখা গিয়েছে নিজ পায়ে দাঁড়াতে। একটি জনসভায় তিনি জাতীয় সংগীত গাইতে খুবই কষ্ট করে উঠে দাঁড়িয়ে ছিলেন নিজ পায়ে। তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর একটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হুইল চেয়ারে বসেই পা দোলাচ্ছেন। দেখুন সেই ভাইরাল ভিডিও –