পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বৃহস্পতিবার সকালে রাজস্থানের জালোর জেলার ৯০ ফুট খোলা গর্তে পড়ে যাওয়া চার বছরের একটি শিশুকে ১৬ ঘণ্টা দীর্ঘ অভিযানের পরে উদ্ধার করা হয়েছে।
চার বছরের শিশুদের নাম অনিল। সে বৃহস্পতিবার সকাল দশটার নাগাত লাছারি নামক গ্রামে খেলতে গিয়ে সদ্য খোঁড়া ৯০ ফুট গর্তে পড়ে যায়। শুক্রবার ভোর রাত দুটোর সময় ভারতের জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী অর্থাৎ এনডিআরএফ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী অর্থাৎ এসডিআরএফ এবং কিছু স্থানীয় লোকের যৌথ প্রচেষ্টায় ওই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এএনআই কে সাক্ষাৎকারে এসডিএম ভূপেন্দ্র কুমার যাদব বলেছেন “সবার যৌথ প্রয়াসে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটি এখন নিরাপদে আছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে সে চিকিৎসকের তদারকিতে রয়েছেন। গুজরাটের গান্ধীনগর, বরোদা, রাজস্থানের আজমের থেকে তিনটি এনডিআরএফ এবং এসডিআরএফ এর একটি দল এই অভিযানে অংশ নিয়েছিল।”
এএনআই সূত্র থেকে জানা যাচ্ছে, পাইপ লাইনের মাধ্যমে শিশুটিকে অক্সিজেন সিলিন্ডার এর সাথে সাহায্যে অক্সিজেন দেওয়া হচ্ছিল। তাছাড়া ৯০ ফুট নিচে গর্তে একটি সিসিটিভি ক্যামেরা পাঠানো হয়েছিল শিশুটির উপর লক্ষ্য রাখার জন্য।
দীর্ঘ ১৬ ঘন্টা অভিযানের পর এনডিআরএফ এবং এসডিআরএফ এর দলের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।