today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
ঠাণ্ডার খামখেয়ালীপনা বঙ্গে! ফেব্রুয়ারির শুরুতেই শীতের ইতি? জানুন কি বলছে আবহাওয়াঅফিস

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এ বছর গোটা শীতকাল জুড়েই কখনো টানা শীত স্থায়ী হয়নি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির পারদ ছুঁয়েছে। কলকাতায় শীতের কোন লেশমাত্র নেই। আগামী ২-৩ দিন এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনাও নেই। দেখে নিন কেমন থাকবে আজকের (৯ই ফেব্রুয়ারি ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩০.১ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২০.১ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৭ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৯১ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪৩ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১২মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩০মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে অনেকটাই। তবে সেই সাথে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দেওয়া হয়েছে হালকা থেকে মাঝারি রকমের কুয়াশার পূর্বাভাস। আগামী ২ দিন দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি আপাতত শুষ্কই থাকবে। রাতের তাপমাত্রায় আগামী ৫ দিনের তেমন কোন বড়সড়ো পরিবর্তন আসবে না। উত্তরবঙ্গের গড় তাপমাত্রা আজ ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সকালে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে কুয়াশার দেখা মিলেছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় আগামী ৪৮ ঘণ্টাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ভোররাতে ও সকালের দিকে প্রচুর কুয়াশা পড়ায় রেল ও সড়ক পরিবহনের ক্ষেত্রে বিশেষভাবে সমস্যার সৃষ্টি হয়েছে। শহর থেকে দূরবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। সন্ধ্যে নামার পর হালকা শীতের আমেজ অনুভব করা গেলেও দিনের বেলায় কার্যত ঘাম ঝরানো গরম অনুভব হবে। দক্ষিণবঙ্গে গড় তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ভিতর থাকবে।

আগামীকালের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় সারা বাংলার আবহাওয়া একই রকম থাকবে। তারপর শনিবার এবং রবিবার আবারও বাড়বে তাপমাত্রা। তবে সোমবার এবং মঙ্গলবার ফের তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি তাপমাত্রা খানিকটা কমতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার তাপমাত্রা আবারও ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। উত্তর বঙ্গোপসাগরের উপর নতুন করে আবারো একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে।