বিধানসভা ভোট, করোনা ভাইরাস, তৃণমূল , বিজেপি, নির্বাচন কমিশন
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোট নিয়ে শাসক দল অর্থাৎ তৃণমূল, আর প্রধান বিরোধীপক্ষ অর্থাৎ বিজেপি আরেক বিরোধী সিপিআইএম এর লড়াই যেন কুরুক্ষেত্রের যুদ্ধকে হার মানায়। ভোট শুরুর আগে থেকেই এই তিন দলের ত্রিমুখী লড়াইয়ে একেবারে যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে রাজ্য।

ভোট শুরুর আগে থেকেই রাজ্যে চলছে সমস্ত রাজনৈতিক দলের জনসভা, র‍্যালি এবং রোড শো। তবে সারা বিশ্বের মত ভারতেও করোনা পরিস্থিতি খুবই সাংঘাতিক। মহারাষ্ট্র সরকার লকডাউনের পথে হেঁটেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লীতেও করোনা পরিস্থিতি একেবারে অন্য রূপ নিয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যে চলছে বিধানসভা ভোট। এমত অবস্থায় কোনও রকম কোনও কোভিড পরিস্থিতি না মেনেই বা কোনও নিয়মের তোয়াক্কা না করেই করোনা আবহের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জনসভা বা র‍্যালি বার করছে। কোনও প্রার্থী বা তারকা প্রার্থীরা মাস্ক ছাড়াই জন সাধারণের মধ্যে পৌঁছে যাচ্ছে।

এমত অবস্থায় নির্বাচন কমিশন করোনা পরিস্থিতির কথা চিন্তা করেই সমস্ত রাজনৈতিক দলকে বার্তা দিয়েছে যে তারা যদি এখনও কভিড বিধি মেনে না চলে সেক্ষেত্রে কমিশন বাধ্য হবে সমস্ত নির্বাচনী জনসভা এবং র‍্যালি বন্ধ করে দিতে।

এছাড়াও সমস্ত প্রার্থীদের বলা হচ্ছে মাস্ক ব্যবহার করতে, স্যানিটাইজার ব্যবহার করতে, সামাজিক দুরত্ব বজায় রাখতে।