narendra modi and naveen patnaik, cyclone yaas
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- অবাক করে দিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ! ঘূর্ণিঝড় ইয়াস সবথেকে বেশি প্রভাব ফেলেছে তার নিজের রাজ্যে কিন্তু প্রধানমন্ত্রীকে হাতের সামনে পেয়ে কোনরকম আর্থিক সহায়তার দাবিই করলেন না উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি জানান, দেশ ইতিমধ্যেই করনা ভাইরাসের মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে। এ সময়ে আপৎকালীন আর্থিক প্যাকেজ চেয়ে কেন্দ্রের ওপর বোঝা বাড়াতে চাই না।

তার এই মানসিকতা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে প্রশংসা শুরু হয়ে গিয়েছে। এমনিতেই উড়িষ্যা দেশের মধ্যে সবথেকে বেশি সাইক্লোন এর মুখ দেখেছে। তবুও ঠান্ডা মস্তিষ্কে বারবার নিজেদের নতুন করে সাজিয়ে তুলেছে উড়িষ্যা সরকার। বিপর্যয় মোকাবিলা যে কিভাবে করতে হয় সেটা গোটা বিশ্বকে শেখাচ্ছে তারা। উড়িষ্যার নাগরিকদের কথায়, তাদের মুখ্যমন্ত্রী বরাবর বিপর্যয়ের সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসার আগে ভুবনেশ্বরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এর সাথে একটি বৈঠক করেন। সেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নরেন্দ্র মোদীকে ক্ষয়ক্ষতির মোটামুটি একটা পরিসংখ্যান তার হাতে তুলে দেন। তবে কোনরকম আর্থিক সাহায্যের দাবি করেননি তিনি।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং সেখানে তিনি লেখেন “যেহেতু দেশ এখন করনা ভাইরাসের মহামারী মধ্যে দিয়ে যাচ্ছে তাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে কোন রকম আর্থিক সাহায্য চেয়ে সরকারের উপর বোঝা বাড়াতে চাই না। আমাদের যা আছে আমরা তাই দিয়ে মানুষের সাহায্য করার চেষ্টা করব।”

তার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে নিয়ে শুরু হয়েছে প্রশংসা। ছোট থেকে শুরু করে বয়স জ্যেষ্ঠরা, সবাই তার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। এমনকি উড়িষ্যাবাসীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন যে, তারা এমন মুখ্যমন্ত্রী পেয়ে গর্বিত বোধ করছেন।