পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা ভাইরাসে জর্জরিত গোটা দেশ সহ রাজ্য। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন এর জেরে অনেক মানুষই তাদের কাজ বা চাকরি হারিয়েছেন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ যথেষ্ট অসুবিধার মধ্যে রয়েছেন।
তবে এমন পরিস্থিতিতে চাকরি বা কাজ না থাকায় ব্যাংকের ইএমআই (EMI) পরিশোধ করা তো দূরের কথা। দুবেলা-দুমুঠো খাবার জোগাড় করাই দায় হয়ে পড়েছে। করোনা কালের মধ্য দিয়ে ইএমআই পরিশোধ করতে না পারায় বেধড়ক মারধর-এর অভিযোগ উঠল ব্যাংকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বরানগরের বাসিন্দা বিপুল সাহ। তিনি বেশ কিছুদিন আগে বরানগরের একটি বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে বাইক কিনেছেন। বাইকের কিস্তি হিসেবে প্রতি মাসে ব্যাংকে ২৮০০ টাকা ইএমআই দিতে হয়। তবে তার ইএমআই দিতে এতদিন যাবত কোন অসুবিধা হয়নি। করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর জেরে লকডাউন ঘোষণা করায় তিনি কাজ হারিয়েছেন।
তিনি এসি সার্ভিসিং এর কাজের সঙ্গে যুক্ত। তিনি গত মার্চ মাস পর্যন্ত সমস্ত ইএমআই সঠিক টাইমে পরিশোধ করেছেন। তবে করোনাকালে তিনি কাজ হারিয়েছেন বলেই ইএমআই পরিশোধ করতে পারছেন না। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে লিখিত আবেদন নিয়ে এদিন ব্যাংকে যান তিনি। কিন্তু তার আবেদন জমা দেওয়ার পর কোনরকম অভিযোগ শুনতে চায় নি ব্যাংক কর্তৃপক্ষ। তার জবাবে পাল্টা তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এরপর বিপুল বাবু জানিয়েছেন, ব্যাংকে এমন ঘটনা ঘটায় বরানগর থানায় অভিযোগ দায়ের করতে যান বিপুল বাবু। কিন্তু সেখানে তাঁর অভিযোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। এরপর তিনি সময় নষ্ট না করে মধ্যমগ্রাম থানায় যান। কিন্তু সেখানে গিয়েও কোন প্রকার লাভ হয়নি তার। মধ্যমগ্রাম থানাও তার অভিযোগ নিতে অস্বীকার করে। এই ঘটনার সম্মুখীন হয়ে হতবাক হয়ে পড়েন বিপুল বাবু।