পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতে না আসতেই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ এর উপসর্গ-এর দেখা মিলেছে ছোট শিশুদের শরীরে। গোটা দেশ জুড়ে গত কয়েকদিন ধরে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও আজ ফের দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গতকালের তুলনায় আজ দেশে করোনা সংক্রমণ প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪০৩ জন মানুষ। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৯৫০ জন মানুষ। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ০৫৬ জন।
বুধবার গোটা দেশজুড়ে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা ছিল ৩০ হাজারের কিছুটা বেশি। এক ধাক্কাতেই প্রায় চার হাজারেরও অধিক মানুষ করোনা সংক্রমণ হয়েছেন আজ। করোনা সংক্রমণের ফলে যেমন চিকিৎসকদের কপালে ভাঁজ পড়ছে। তেমনই চিকিৎসকদের বাড়তি নিঃশ্বাস যোগাচ্ছেন করোনা জয়ীরা। এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪ জন মানুষ।
স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রমনের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে রাজস্থান। গত কয়েকদিন আগে পর্যন্ত চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলে ছিল কেরালার দৈনিক করোনা সংক্রমণ। তবে কিছুটা হলেও কেরালার দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমেছে। তবে শুক্রবার-এর করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। করোনার তৃতীয় ঢেউ প্রায় এসে পড়েছে। করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইতিমধ্যে ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় উপরে জোর দিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই দেশে ৭৭ কোটি ২৪ লক্ষ মানুষকে ভ্যাক্সিনেশন করা হয়েছে।