কলকাতা চলচিত্র উৎসব, kolkata film festival, mamata banerjee
দিনক্ষণ ঠিক হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, কে কে আসছেন জানালেন মুখ্যমন্ত্রী | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– চূড়ান্ত হয়ে গেল এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্ঘন্ট। সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত সম্ভাব্য অতিথিদের নামও ঘোষণা করে দিলেন। গত বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক প্রশ্ন-উত্তর পর্বে একাধিক বিষয় নিয়ে কথাও বলেন তিনি। তারপর অধিবেশন শেষে বিধানসভা থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ১৫ই ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। তবে মুখ্যমন্ত্রী ও জানান যে, শাহরুখ খান উপস্থিত থাকবেনই এমনটা বলা যাচ্ছে না। কিন্তু অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে আসার জন্য প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হবে।

ভারতবর্ষের তৃতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব হল ঐতিহ্যমন্ডিত এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯৯৫ সাল থেকে প্রত্যেক বছর শহরে দেশ-বিদেশের সমালোচক প্রশংসিত চলচ্চিত্রের ভান্ডার নিয়ে আয়োজিত হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মূলত শীতের মাঝামাঝি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হয় নানা ধরণের বিশেষ বিশেষ চলচ্চিত্র।

তিনটি ক্যাটাগরিতে বিভক্ত থাকে চলচ্চিত্র গুলি। যথা ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি ফিল্ম। পূর্ববর্তী সরকার অর্থাৎ বাম আমল থেকে এই চলচ্চিত্র উৎসব সূচনা হলেও বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এই উৎসবের জাঁকজমক বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জিও এই উৎসবের একজন অন্যতম পৃষ্ঠপোষক।