করোনা ভাইরাস, coronavirus, third wave
করোনা আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর হারও, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় দেশ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠতে না উঠতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় চিন্তিত দেশ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। তার সাথে বাড়ছে মৃত্যুর হার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এইভাবে দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে পূর্বের মত ফের ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত।

বহু আগে থেকেই জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য তৃতীয় ঢেউয়ের কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে বারংবার এই ভাইরাস থেকে সাবধান হওয়ার বার্তাও ছড়ানো হয়েছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে।

গত শনিবার নাগাদ কেরলে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন ২৯,৬৮৩ জন ব্যক্তি। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। কাজেই গত কয়েকদিন ধরে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ার কারনে চিন্তিত কেরলের মুখ্যমন্ত্রী।

মহারাষ্ট্রে নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩০ জন। ২৪ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ৬৪ জনের। এছাড়া অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমণ ঘটেছে ১৫০২ জনের। মৃত্যু হয়েছে ১৬ জনের।

অন্যদিকে, পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের গ্রাফ লাফিয়ে বাড়ছে। কাজেই চিন্তার মুখে রাজ্য-সরকারও। বিশেষজ্ঞদের মতে, যেভাবে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করাটা অস্বাভাবিক নয়। আক্রান্তের সংখ্যার সাথে বাড়ছে মৃত্যুর হারও।

কাজেই মানুষকে আরো সচেতনতা বাড়াতে হবে। সূত্র অনুযায়ী, দেশে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ৪২,৭৬৬। ২৪ ঘন্টায় এই ভাইরাসের কারণে মৃত্যু ঘটেছে ৩০৮ জন ব্যক্তির। সকলকে বারংবার আরো সচেতনতা অবলম্বন করার বার্তা দিচ্ছে সরকার। মানুষ সচেতন হলে, খুব শীঘ্রই আমরা এই মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে সক্ষম হব।