Narayan Nanda Giri Maharaj, Giri Maharaj, haridwar
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে করোনার দ্বিতীয় ওয়েভ মাথাচাড়া দিয়ে বসেছে। দিন দিন বেড়েই চলেছে সংক্রমণ। এরই মধ্যে গত সপ্তাহে হরিদ্বারে শুরু হয়েছে কুম্ভ মেলা।

হরিদ্বারের কুম্ভ মেলা তে হাজার হাজার মানুষের জমায়েত। দূরদূরান্ত থেকে মেলা পরিদর্শনে আসছে ভক্তরা। হরিদ্বারের ওই কুম্ভ মেলা নাগা সন্নাসীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যারা বছর বছর ধরে হিমালয়ে তপস্যায় বসে থাকেন। হরিদ্বার এর এই কুম্ভ মেলার সময় হিমালয় থেকে নেমে আসেন তারা।

হিমালয় থেকে নেমে আসা নাগা সন্ন্যাসীরা ভিন্ন ভিন্ন শক্তির অধিকারী হন বলে জানা গিয়েছে। তারা বছরের পর বছর ধরে তপস্যায় বসে থাকেন এবং সেই সব শক্তি অর্জন করেন। তবে সেটা সত্যি কিনা সেই সন্ন্যাসীরাই জানেন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। হরিদ্বারের কুম্ভ মেলাতে হাজার হাজার সাধুর উপস্থিতি হয়েছে। তবে তার মধ্যে এক নাগা সন্ন্যাসী হরিদ্দার ভক্তদের তাকমা লাগিয়ে দিয়েছে। ওই সন্ন্যাসী উচ্চতা এতটাই কম যে গিনেজ বুকে নাম তুলতে পারেন। ওই নাগা সন্ন্যাসীর নাম নারায়ন নন্দ গিরি মহারাজ। ৫৫ বছর বয়সের ওই নাগা সন্ন্যাসীর উচ্চতা মানুষকে অবাক করে তুলেছে। নাগা সন্ন্যাসীর উচ্চতা মাত্র ১৮ ইঞ্চি।

হয়তো অবাক হতে পারেন কিন্তু ঘটনাটা সত্যি। তিনি হাঁটাচলা করতে পারেন না। এক জায়গাতে বসে আছেন তিনি। সারাদিন তিনি মালা জপ করে চলেছেন। ওই সন্ন্যাসীর দেখাশোনা করেন তার শীর্ষ। ভক্তরা আসছেন তার কাছে এবং প্রণাম করছেন। তিনি নাকি বিশাল শক্তির অধিকারী। মানুষের মনের কথা তিনি নাকি জানতে পারেন। তার আশীর্বাদে মনের কষ্ট দূর হয়ে যায়।

জানা গিয়েছে তিনি যে কোন ব্যক্তির মাথার উপর হাত রাখলে, তার মনের কথা তিনি বলে দিতে পারবেন। সেই ব্যক্তির শরীরে যদি কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে সেটিও তিনি ভালো করে দিতে পারেন।

ইতিমধ্যেই হরিদ্বার এর সেই নাগা সন্ন্যাসীর ভিডিও নেট দুনিয়ায় খুবই জনপ্রিয় লাভ করেছে। ভিডিওটি ৭০ হাজারের অধিক মানুষ দেখেছে। দেখুন সেই ভাইরাল ক্লিপস-