পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের শিরোনামে শীতলকুচি। বিধানসভা ভোটের এতদিন পরেও শীতলকুচি নিয়ে বিতর্ক থামতেই চাইছে না। ভোটের পর রাজ্য জুড়ে যে হিংসাত্মক কাণ্ড কারখানা চলছে সেই প্রসঙ্গ ঘিরেই হিংসা কবলিত সমস্ত এলাকা পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। কিন্তু এই প্রসঙ্গে রাজ্যপালকে কড়া চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার প্রতিউত্তরও অত্যন্ত কড়া ভাষায় দেন রাজ্যপাল।
গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই চিঠির উত্তরে রাজ্যপাল পাল্টা চিঠি দিয়ে বলেন যে তিনি শীতলকুচি যাবেন, দরকার হলে বিএসএফ এর সাহায্য নেবেন।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, রাজ্যপাল কোনও জেলায় গেলে সেক্ষেত্রে রাজ্য সরকারকে যেমন সেটা জানানো জরুরি তেমনই সেখানকার প্রশাসনকেও সেই কথা জানাতে হয়। কিন্তু রাজ্যপালের এই যাত্রা মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারেন।
তবে মমতার চিঠির উত্তরে রাজ্যপাল টুইট করেন যে, ” মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরধ তিনি যে সংবিধান মেনে শপথ নিয়েছেন আশা করি সেই শপথ বাক্য রক্ষা করবেন। সংবিধানের ১৫৯ ধারা অনুযায়ী আমি আমার সধ্যমত চেষ্টা করব সংবিধানের আয়ত্তায় থেকে মানুষের পাশে দাঁড়ানোর।”
In my response to CM
“In time of such unprecedented crisis @MamataOfficial there was need to act in togetherness with all concerned, including the Governor. It was no time for optics or playing to gallery when we are in the midst of unprecedented post poll retributive violence.”— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 13, 2021
Reflect- Four States and UT went for polls. Violence only here !
How can such scenario be overlooked when people are being made to pay with their right to life & suffer indignities because they chose to vote out of their own volition ! It is decimation of essence of democracy ?
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 13, 2021
রাজ্যপাল আরও বলেন,” এই কঠিন এবং অভূতপূর্ব পরিস্থিতিতে চটকদারি করা উচিৎ নয়। প্রয়োজন একসঙ্গে কাজ করার। এই কঠিন সময় আমাদের সংযম দেখানো উচিৎ। আমি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করছি, সংবিধানের আয়ত্তায় থেকেই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করবো।” এখন দেখার অপেক্ষায় যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এই তর্জা কোন অবধি পৌছায়।