২-ডিজি, করোনা ভাইরাস, করোনা ওষুধ, রাজনাথ সিং, 2DG
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা মোকাবিলায় নতুন মোড়। বাজারে আসতে চলেছে করোনা মোকাবিলার নতুন অস্ত্র অর্থাৎ ওষুধ ২-ডিঅক্সি-ডিগ্লুকোজ বা সংক্ষেপে ২-ডিজি এর প্রথম ব্যাচ। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (ডিআরডিও) করোনা মোকাবিলায় এই ওষুধের প্রথম ব্যাচ বাজারে আনতে চলেছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দফতর থেকে অর্থাৎ পিএমও ইন্ডিয়া টুইটার হ্যান্ডেল থেকে এই বড় খবরটি শেয়ার করা হয়েছে। টুইটে জানানো হয়েছে যে, “প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার সকাল সাড়ে দশটায় অ্যানটি কোভিড ড্রাগ ২ ডিজির প্রথম ব্যাচের প্রকাশ করবেন। একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার প্রকাশ ঘটবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ও ডঃ রেডডির ল্যাবের যৌথ প্রয়াসে ওই ওষুধ তৈরি হয়েছে।”

এই ২-ডিঅক্সি-ডিগ্লুকোজ বা সংক্ষেপে ২-ডিজি নিয়ে প্রথম গবেষণা শুরু হয়েছিল ২০২০ সালে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর সময়। এই ওষুধের প্রধান কার্যকারীতা হল মানুষের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা। এই ওষুধ নিয়ে ২০২০ সালেই ক্লিনিক্যাল ট্রয়াল শুরু হয়ে যায়। ২০২০ সালের অক্টোবরে এই ২-ডিজির দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল সুন্দর ভাবে সম্পন্ন হয়।

২-ডিজি এই ওষুধটি কোনও ট্যাবলেট হিসেবে বাজারে আসেনি। এটি মূলত পাউডার হিসেবে বাজারে আনা হয়েছে। জলের সাথে গুলে করোনা রোগীকে খাওয়াতে হবে। সারা দেহে আসতে আসতে এই ওষুধটি ছড়িয়ে যাবে এবং করোনা আক্রান্ত কোষেও পৌঁছবে এই ওষুধ। এটি মূলত করোনা ভাইরাসের বাড়বাড়ন্তকে আটকাবে। সাথে বাড়াবে রোগীর এনার্জি।

২-ডিজি এর দ্বিতীয় ট্রাইয়ালের শেষে সারা দেশের বিভিন্ন রাজ্যের মোট ২৭ টি করোনা হাসপাতালে ২২০ জন রোগীর ওপর পরীক্ষা করা হয় এবং পরীক্ষায় সাফল্য দেখা যায়। আজই অর্থাৎ সোমবার ২-ডিজি এর ১০, ০০০ ডোজ পৌঁছে যাবে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাসপাতালে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রক।