পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতের উজ্জ্বল ভবিষ্যত তৈরির দায়িত্ব অনেকটা ছাত্র-ছাত্রীদের ওপর বর্তায়। কাজেই তাদের উপযুক্ত করার জন্য অক্লান্ত চেষ্টায় থাকেন শিক্ষকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, আগামী ৭ই সেপ্টেম্বর সেই সকল শিক্ষকদের জন্য দেশ জুড়ে পালিত হবে ‘শিক্ষা পরব’।
১৯৫৮ সালে এই জাতীয় শিক্ষক পুরষ্কার নামক অনুষ্ঠানটি প্রথম চালু করা হয়। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং বিখ্যাত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই পুরস্কার বিতরনের দিন ঠিক করা হয়। সূত্রের খবর অনুযায়ী, আগামী ৭ই সেপ্টেম্বর সকাল ১১টা নাগাদ শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনা ভাইরাসের জন্য এবছর বড় করে কোনও অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি শিক্ষকদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই অনলাইনে ওয়েবিনারের মাধ্যমে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই ওয়েবিনার চলবে ৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত।
দেশের বিভিন্ন রাজ্যের থেকে শিক্ষকদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। এবছর মোট বাছাই করা ৪৪ জন শিক্ষককে পুরস্কার প্রদান করা হবে এবং সকল শিক্ষকদের উপর তৈরি একটি ডকুমেন্টারি দেখানো হবে। এই ‘শিক্ষা পরব’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অন্নপূর্ণা দেবী, সুভাষ সরকার এবং রাজকুমার রঞ্জন সিং উপস্থিত থাকবেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিন পাঁচটি উদ্যোগের কথা সবার সামনে রাখবেন। এরমধ্যে থাকবে দৃষ্টিহীনদের জন্য টকিং বুক, সিবিএসই বোর্ডের স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক, স্কুলে শিক্ষা স্বেচ্ছাসেবী অনুদান এবং সিএসআর প্রদানকারী সংস্থাগুলির জন্য বিদ্যাঞ্জলি প্রকল্প। থাকবে ১০,০০০ শব্দের ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ অভিধান এবং নিপুন ভারতের জন্য ‘নিষ্ঠা’ শিক্ষক প্রশিক্ষণ প্রকল্প।