পশ্চিমবঙ্গ ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে, অবশেষে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হওয়ার কথা। পাশাপাশি দুটি সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ কেন্দ্রে। করোনা আবহের মধ্য দিয়েই উপনির্বাচন করাতে তৎপর হয়ে পড়েছে রাজ্যের শাসক দল।
জানিয়ে রাখি, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সেখানে তিনি তৃণমূলের এককালীন নেতা তথা বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। তবে একুশের বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবির ব্যাপক ভোটে জয়লাভ করে। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিয়ম অনুসারে ছয় মাসের মধ্যে যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই কারণেই উপনির্বাচন করতে তৎপর তৃণমূল সুপ্রিমো। করোনা আবহের মধ্য দিয়ে চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। বঙ্গে দুর্গা পুজোর আগেই উপ নির্বাচন করার ঘোষণা করল নির্বাচন কমিশন। পাশাপাশি জানালো ফলাফলের দিনক্ষণ। আগামী ৩ রা অক্টোবর ঘোষণা হবে উপনির্বাচনের ফলাফল।
ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন তৃণমূল সুপ্রিমো তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একুশের বিধানসভা নির্বাচনে ভোট চলাকালীন করোনা আক্রান্ত হয়ে ২ প্রার্থী মারা যান। একজন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন আরেক জন জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন। ওই দুটি স্থানে শুধু সাধারণ নির্বাচন হবে। পূজার আগেই এই তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শেষ হবে এবং ফলাফল ঘোষণা করা হবে।