madras high court, coron news, corona, election commission of india,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা আবহের মধ্য দিয়ে বঙ্গে বিধানসভা নির্বাচন ভোট হয়েছে। গত সোমবার অতিমারি করোনার জেরে সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলে মাদ্রাজ হাইকোর্ট। সংক্রমণ বাড়ায় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “নির্বাচন কমিশনের অফিসারদের খুনের মামলা রুজি হওয়া উচিত।”

দেশজুড়ে হুহু করে বেড়ে চলেছে মারনরোগ করোনা। প্রতিনিয়ত করোনা সংক্রমনের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার এর গণ্ডি পার করেছে। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ্য অতিক্রম করেছে। প্রতিনিয়ত দেশজুড়ে রেকর্ড হারে করোনা সংক্রমণ হচ্ছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে দেশের চারটি রাজ্যের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ভোট হয়েছে। আসাম, তামিলনাড়ু, কেরল ও পদুচেরি তে গত ৬ ই এপ্রিল বিধানসভা নির্বাচন শেষ হলেও পশ্চিমবঙ্গে ৮ দফা ভোট হয়েছে। যার কারণে পশ্চিমবঙ্গে ২৭ শে মার্চ থেকে ২৯ শে এপ্রিল পর্যন্ত একমাসব্যাপী নির্বাচন হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ে গত সোমবার নির্বাচন কমিশন কে তীব্র ভৎসনা করেছিল মাদ্রাজ হাইকোর্ট। এমনকি, মহামারীর দিকে নজর রেখে যথাযথ পদক্ষেপ না নিলে ভোট গণনা বন্ধ করে দেওয়ার হুশিয়ার দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। এবার নির্বাচন কমিশনের ভাবমূর্তি স্বচ্ছ করতে হাইকোর্টের দ্বারস্থ হলো কমিশন। কমিশনের আবেদন, ‘সংবাদ মাধ্যমগুলি যেন আদালতের মৌখিক পর্যবেক্ষণের মাধ্যমে সংবাদ পরিবেশন না করে।’

মিডিয়ার কারণেই নির্বাচন কমিশনের ভূমিকা সমালোচনা হয়েছে বলে দাবি করা হয়। হাইকোর্টের কাছে নির্বাচন কমিশনের আবেদন, “সংবাদমাধ্যম যেন আদালতে শুনানির সময় বিচারপতির মৌখিক পর্যবেক্ষণ দেখে মন্তব্য না করে। লিখিত রিপোর্টের রেকর্ডের উপর ভিত্তি করেই খবর করা উচিত” বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, “স্বাধীন সংবিধানের এজেন্সী হিসেবে দেশের নির্বাচন করানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের উপর। মিডিয়ার খবর সেই কমিশনের ভাবমূর্তি নষ্ট করছে।”

কমিশনের মতে, করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে যে পর্যবেক্ষণ জানিয়েছিল, তা সংবাদমাধ্যমে আরও রং চড়িয়ে বলা হয়েছে” বলে দাবি জানিয়েছেন কমিশনের অধিকারীকরা। তার পাশাপাশি বঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালীন এক প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তার স্ত্রী নির্বাচন কমিশনকে দোষী সাব্যস্ত করেন। এটি নিয়েও সংবাদমাধ্যম খবর পরিবেশন করে। তার উপর ভিত্তি করে উপ নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে বলে আদালতে জানিয়েছে কমিশন। সেই পরিপ্রেক্ষিতে “সংবাদ মাধ্যমগুলি যেন আদালতে মৌখিক পর্যবেক্ষণের মাধ্যমে সংবাদ পরিবেশন না করে সেই আবেদন জানিয়েছে কমিশন।”