পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে মেঘালয়ে কর্মসূচির জন্য বিশেষভাবে তৎপর তৃণমূল-কংগ্রেস। আর কিছুদিনের মধ্যেই মেঘালয়ে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। ফলে নির্দিষ্টভাবে দিন ঘোষণার আগেই মেঘালয়ে সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এছাড়া মেঘলয়ের পাশাপাশি উত্তরবঙ্গ সফরেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
আজ ১৭ই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে আলিপুর জেলায় মালঙ্গি টুরিস্ট লজে থাকার কথা রয়েছে মাননীয়ার। আর সেখান থেকেই তিনি হেলিকপ্টারে করে পৌঁছবেন মেঘালয়ের মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখানেই শুরু হবে রাজনৈতিক সভা। সাথে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি।
মঙ্গলবার আলিপুরে পৌঁছে সেখান থেকে মেঘালয়ে রাজনৈতিক সভা শেষ করে, বুধবারে হেলিকপ্টারে করে ফিরবেন আলিপুর জেলায়। পরের দিন বৃহস্পতিবার আলিপুরের সুভাষিনী গ্রাউন্ডে প্রশাসনিক সভা করার কথা রয়েছে মমতা ব্যানার্জির। আলিপুর, কোচবিহার ও জলপাইগুড়ি তিন জেলা নিয়ে প্রশাসনিক সভা করবেন পশ্চিমবঙ্গের মাননীয়া।
এরপর ওই তিন জেলাতেই কিছু প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক সভা শেষ করে তিনি পৌঁছবেন দুয়ারে সরকারের কর্মসূচিতে। সেখানে উপভোক্তাদের হাতে তুলে দেবেন দুয়ার সরকারের সুবিধা। আর তারপরেই এইসব কর্মসূচি শেষ করে তিনি হাসিমারা এয়ারফোর্স স্টেশন থেকে বিমানে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রীর।
তবে এবারে মুখ্যমন্ত্রীর মেঘালয় যাওয়ার মূল উদ্দেশ্য হল সেখানে তৃণমূল-কংগ্রেস দলকে আরও শক্তিশালী করা। এছাড়া গত বছরের ২৫শে ডিসেম্বরে বড়দিন উৎসব পালন করতে মেঘালয় পৌঁছেছিলেন মমতা। তবে আবারো বিধানসভা নির্বাচনে তৃণমূল তার জায়গা দখল করার জন্য বিভিন্ন কর্মসূচিতে জোর দিয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য রয়েছে মেঘালয়ের দিকে। তাই প্রচারের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী রওনা দিয়েছেন মেঘালয়ের উদ্দেশ্যে।