পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভারতের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে এবার নিজের আশঙ্কা প্রকাশ করলেন আরবিআই এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এছাড়া বর্তমান সরকারকে কর্মসংস্থানের বিষয়ে নিজের পরামর্শ দিয়ে রাজন জানিয়েছেন যাতে কেন্দ্র সরকার এই বিষয়ে আরো বেশি মনোযোগ দেয়।
এদিন আরবিআই -এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন আমেদাবাদের একটি অনুষ্ঠানে উপস্থিত হন। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতের কর্মসংস্থান নিয়ে মন্তব্য করেন তিনি। এদিন আমেদাবাদের “ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট” -এর এক অনুষ্ঠানে পড়ুয়াদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”কেবল এটুকু বললেই হবে না যে, আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি। বরং শ্রমপ্রধান চাকরিকে সমর্থন দিতে হবে। এই ধরনের চাকরি সৃষ্টি করতে হবে। আমি কিন্তু মনে করছি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।”
প্রসঙ্গত, রঘুরাম রাজনের শ্রমপ্রধান চাকরি হলো রেস্তোরাঁ, হোটেল, কৃষি, খনি এবং স্বাস্থ্য পরিষেবার মত ক্ষেত্রগুলি। এইসব ক্ষেত্রে বিপুল পরিমাণ শ্রমিকের প্রয়োজন। রাজন বাবু এই ধরনের চাকরির মধ্য দিয়েই কর্মসংস্থানের খরা কাটানোর পরামর্শ দিচ্ছেন বর্তমান সরকারকে।
তার মতে, দেশের মানুষ যেভাবে কৃষি ক্ষেত্র ছেড়ে বিভিন্ন নির্মাণকার্য এবং চাকরির দিকে ছুটে চলেছে, তা অর্থনীতির জন্য খুব একটা ভালো লক্ষণ নয়। তবে বর্তমানে পরিস্থিতি বদলাচ্ছে তাই মানুষও বদলাচ্ছে, এ বিষয়ে তিনি আশাবাদী। প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন জানিয়েছেন, “গত দু বছরে আমরা লক্ষ্য করেছি, ফের কৃষি ক্ষেত্রে ফিরছেন সাধারন মানুষ। সেই হিসেবে বেকারত্বের সংখ্যাতেও অনেকটা ভ্রম থাকছে। কেননা এই বেকারত্বের হিসেবে কিন্তু কৃষি ক্ষেত্রে ফিরে যাওয়া মানুষের ধরা হচ্ছে না।”
সম্প্রীতি, কেন্দ্র সরকারের তরফ থেকে “রোজগার মেলার” আয়োজন করা হয়েছিল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে। তবে কেন্দ্র সরকারের পদক্ষেপে সম্পূর্ণ খুশি নন তিনি। তিনি বলেন, “আমি বলছি না নির্মাণ ক্ষেত্রে আমরা মনোযোগ দেব না। কিন্তু অন্য ক্ষেত্রেও শক্তিশালী হয়ে ওঠা দরকার। কেবল দেশেই নয়, রপ্তানির ক্ষেত্রেও।” শুধুমাত্র নির্মাণ ক্ষেত্রের দিকে কেন্দ্র সরকারের মনোযোগ দেওয়াটা সঠিক পদক্ষেপ নয় বলেই দাবি করছেন তিনি।