আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যে এখনও বর্ষার আগমন না ঘটলেও প্রাক বৃষ্টির দেখা মিলেছে রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১১ তারিখ নাগাদ মৌসুমী বায়ু প্রবেশ করবে বঙ্গে। বর্ষার আগমন বঙ্গে ঘটলে কিছুটা হলেও নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে দেখা গিয়েছে। এমনকি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ তার তান্ডব দেখাতে শুরু করেছে।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি – সংগৃহীত

বিভিন্ন স্থান থেকে বজ্রাঘাতে মৃত্যুর খবর উঠে আসছে। সেই কারণেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে সর্তকতা জারি করা হয়েছে সাধারণ মানুষের জন্য। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় ঘর ছেড়ে বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজকের (Weather) আবহাওয়াঃ
সকাল হতে না হতেই প্রাক বৃষ্টিতে ভিজেছে বাংলার বেশ কিছু অঞ্চল। গোটা আকাশ মেঘের চাদরে ঢেকে রয়েছে। এখনো পর্যন্ত দেখা মেলেনি সূর্যকিরণের। আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুর সহ কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জন এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি – সংগৃহীত

অন্যদিকে, দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির দেখা না মিললেও মেঘের গর্জন তান্ডব দেখাতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।