বিধানসভা ভোট, কোলকাতা, বীরভূম, অনুব্রত মণ্ডল, বিজেপি, তৃণমূল
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের শেষ দফা অর্থাৎ অষ্টম দফা ভোট আজ। শেষ দফা ভোটেও উত্তেজনা অব্যাহত রাজ্যে। সকাল বেলাতেই উত্তেজনার খবর খাস কোলকাতায়। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শুরু হয়েছে বিধানসভা ভোট।

সকাল থেকেই রাজ্যে শুরু হয়ে গেছে বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটের শেষ দফায় রাজ্য জুড়ে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। কোলকাতাও বাদ যায়নি এই অশান্তির হাত থেকে। সকালেই উত্তপ্ত হয়ে ওঠে কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের পাইকপাড়া।

কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের পাইকপাড়া বুথে পৌঁছে যান বিজেপি প্রার্থী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির বুথ এজেন্টকে ওই বুথে বসতে দেয়নি বলে অভিযোগ করেন কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের পাইকপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থীর।

এছাড়াও অন্যনান্য অনেক এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। বেলেঘাটায় এক জমায়েত নিয়ে পুলিশ এবং জনতা বচসা চরমে ওঠে। উক্ত এলেকায় বুথের সামনে বাজার বসলে পুলিশ জোর করে ওই বাজার তুলে দেয়। ফলে পুলিশ এবং সাধারণ জনতার মধ্যে বিবাদ চরমে উঠলে পুলিশ কিছু লোককে আটক করে বলে জানা যায়।

এছাড়াও কোলকাতার এন্টালিতে ফের বিজেপি তৃণমূল সংঘর্ষ সকাল থেকেই অন্য মাত্রা নেয়। আজ ভোট গ্রহণ সম্পন্ন হবে বীরভূমেও। সেখানে গতকালই নজরবন্দী অবস্থা থেকে পালিয়ে গিয়েছিলেন তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল। যদিও আড়াই ঘণ্টা পর তাঁকে খুঁজে পাওয়া যায়। আজ সেই বীরভূমের দিকেও নজর আছে সকলের। কোলকাতা এবং বীরভূমে নিরাপত্তা ব্যবস্থা খানিকটা বেশী জোরদার করা হয়েছে।