tiger shroff, disha patani, mumbai police,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বলিউড অভিনেতা টাইগার শ্রফ এবং অভিনেত্রী দিশা পাটানির বিরুদ্ধে দায়ের হল এফআইআর (FIR)। কোভিড বিধি লঙ্ঘনের জেরেই দুই তারকা’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।

গতকাল বুধবার, মুম্বাই পুলিশ গাড়ি আটকায় দিশা ও টাইগার শ্রফের। মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোভিড বিধি ভঙ্গ করেছেন ওই দুই জন। বুধবার বিকেলে জিম থেকে বাড়ি ফিরছিলেন বলেই দাবি করেন দিশা ও টাইগার। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডস্ট্যান্ডে গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন অভিনেতা ও অভিনেত্রী। দুপুর দুটোর পর জরুরী ভিত্তিতে ছাড়া বাইরে বেরোনো মানা মুম্বাই এ। তবে দুই বলিউড তারকা তা অমান্য করেছেন। কোভিড বিধি ভঙ্গ করে ঘুরে বেড়াচ্ছিলেন বলেই পুলিশ তাদের গাড়ি আটক করে।

জানিয়ে রাখি, দেশে করোনা সংক্রমণের হার ক্রমশ নিম্নগামী। বেশ কয়েকদিন ধরে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এটাই জানানো হয়েছে। কিন্তু গত বুধবার ও বৃহস্পতিবার করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী যাত্রা শুরু করেছে বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ১৫৪ জন। মহারাষ্ট্রেও সংক্রমণ বেড়েছে।

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মহারাষ্ট্রে লকডাউন বাড়িয়ে ১৫ ই জুন পর্যন্ত করা হয়েছে। সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দোকান পাট সব খলা থাকছে। তবে দুপুর ২ টোর পর বিনা কারণে ঘোরাঘুরি করা যাবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরও করোনা বিধি ভঙ্গ করে গাড়ি নিয়ে ঘুরতে দেখা গিয়েছে দিশা ও টাইগার কে। তবে কি কারণে তারা ঘোরাঘুরি করছিলেন তার সদুত্তর দিতে পারেননি তারা।

সেই মুহূর্তে তাদের কাগজপত্র দেখে এবং আধার কার্ড দেখার পর ছেড়ে দেয় পুলিশ। তবে তার কিছুক্ষণ পরেই ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রুজু হয় দুই বলিউড তারকার বিরুদ্ধে। মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি কে গ্রেফতার করা হয়নি। জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে মুম্বাই পুলিশ সূত্রে খবর।